
মোঃ আমজাদ হোসেন,ভোলা প্রতিনিধি।
ভোলা সদর উপজেলার ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে পাঙ্গাসিয়া খেয়াঘাট থেকে ভেদুরিয়া মাঝিরহাট স্কুল পর্যন্ত রাস্তাটির বেহাল অবস্থা দেখার কেউ নেই।
স্থানীয়রা জানান, সরকারি ভাবে রাস্তার মেরামতের কোন উদ্যোগ না থাকায় বেশ কয়েকবার অস্থায়ীভাবে মেরামত করেছে এলাকাবাসী। কিন্তু কিছুদিনের মধ্যেই আবার রাস্তাটি ভেঙ্গে যায় ফলে সাধারন জনতা ও যানবাহন চলাচলের চরম দুর্ভোগের সৃষ্টি হয়।
রাস্তাটির বর্তমানে বেহাল অবস্থানে থাকার কারণে জরুরী ভাবে রোগীকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নেওয়া সম্ভব হয় না।
আর যথা সময়ে রোগীকে হাসপাতালে নিতে না পারায় অনেকের মৃত্যু পর্যন্ত হতে পারে।
রাস্তাটির মধ্যখানে গর্তের কারণে বেশ কয়েকবার গাড়ি উল্টে পড়ে বড় ধরনের দুর্ঘটনা সব সময় হতে থাকে।
এই রাস্তাটি দ্রুত নির্মাণ করে সাধারণ জনতার চলাচলে সু’ব্যবস্থা করে দেওয়ার জন্য এলাকাবাসী কর্তৃপক্ষের কাছে জোরদাবী জানান।