
আবুল কালাম আজাদ,স্টাফ রিপোর্টার।
ভোলা সদর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে ১৭ই অক্টোবর মঙ্গলবার বিকাল ৪ টার সময় ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার শফিকুজ্জামান, ভোলা জেলা সিভিল সার্জন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর মনিরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন ভোলা ডিজিটাল প্রেসক্লাব সংস্থার সভাপতি এম,এম সরোয়ার
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন মোঃ আল মামুন ভোলা সদর মডেল থানা ও নার্সিং সুপারভাইজার নাজমাসহ কিছু সংখ্যক কর্মকর্তাও কর্মচারী বিন্দু।
ডাক্তার শফিকুজ্জামান বলেন, আমরা যারা স্বাস্থ্য সেবার সাথে জড়িত সার্বক্ষণিক মানুষের সুখ দুঃখ হাসি কান্না নিয়েই আমাদের ব্যস্ততার সময় কাটে, তারপরও আমরা মানুষ তাই সাময়িক বিনোদনের জন্য আজকের এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি।
তত্ত্বাবধায়ক ডাক্তার মনিরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণের মাধ্যমে উক্ত খেলার সমাপ্তি হয়।