মোঃ ফরিদ উদ্দিন ভ্র্যাম্যমান প্রতিনিধি।
ভোলা জেলা'র চরফ্যাশন উপজেলাধীন,দক্ষিন আইচা থানাস্থ দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত কলেজের স্বনামধন্য অধ্যক্ষ,আলহাজ্ব আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে ঃ অনুষ্ঠানটি বেলা ১১ টায় শুরু হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রব মিয়া (জেলা পরিষদ সদস্য),তিনি তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় কোমলমতী শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন, তিনি আরও বলেন,২৬ শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা করায়, ১৯৭২ সাল থেকেই বাংলাদেশ ২৬ শে মার্চকে " স্বাধীনতা দিবস " হিসেবে পালন করে আসছে।এই দিনটিকে আমরা জাতীয় ভাবে গভীর শ্রদ্ধার মাধ্যমে পালন করি।এর পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়।সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রতিযোগী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন শেষে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক,চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল্লাহ্ স্যার,স্থানীয় আ'য়ামীলীগ নের্তৃবৃন্দ,কলেজের শিক্ষক,কর্মচারী,ছাত্র ছাত্রী ও সাংবাদিক বৃন্দ।