
নিজস্ব প্রতিবেদন।
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন চর কচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন,
এ.কে.এম কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল টি,
দক্ষিণ আইচা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন মাষ্টার এর পরিচালনায়,অত্র অঞ্চলের বর্ষীয়ান নেতা,সমাজসেবক মোঃ আবুল কাশেম মিয়ার জমিদান ও সার্বিক তত্বাবধানে ২০২২ সালে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সু-শৃঙ্খলভাবে শুরু হয় এলাকাবাসীর স্বপ্নযাত্রা তথা শিশু শিক্ষার উপযোগী পরিবেশে সমৃদ্ধ প্রতিষ্ঠান।
ইতিমধ্যে প্রতিষ্ঠানটি প্লে-শ্রেনী থেকে পঞ্চম-শ্রেনী পর্যন্ত শিক্ষাক্ষেত্রে পরিচালকপর্ষদ ও শিক্ষক,শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রম,মেধা আর দুরদর্শিতার সুফল পেতে শুরু করেছে।
একটি স্কুলের ভালো ফলাফল ও আদর্শ শিক্ষা,প্রকৃত মেধা বিকাশে শিক্ষক,শিক্ষিক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিনিয়ত সরবতা কাজ করার ক্ষেত্রে ” এ.কে.এম.কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলেরও ব্যতিক্রম হয়নি।
তবে অত্র বিদ্যালয়ের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে যা,পরিচালক তাঁর মেধা ও কঠোর পরিশ্রমে অভিভাবকদের সাথে মতবিনিময়ে চেষ্টা-প্রচেষ্টায় করনীয় নির্ধারন করে এগিয়ে যাচ্ছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ২০২৪ সালের শ্রেনী উপযোগী করে তুলতে(প্লে-পঞ্চম)শ্রেণি পর্যন্ত ফ্রী পাঠদানের ( ডিসেম্বর-২০২৩ইং) ব্যাবস্থায় এলাকাবাসীর মধ্যে সাড়া ফেলেছে।