
বিশেষ প্রতিনিধি।
যশোর জেলার কৌতুয়ালী থানার মোহাম্মদ আনোয়ার হোসেনের ছেলে রফিকুল ইসলাম(২৫) এর বিরুদ্ধে কয়েকজন ভুক্তভোগি মেয়ের অভিযোগ করে তারা জানান, মোহাম্মদ রফিকুল ইসলাম বিভিন্ন ধরনের অনলাইন যোগাযোগ মাধ্যম ইমো, ফেসবুক,মেসেঞ্জার, instagram, whatsapp, টিক টক ইত্যাদির মাধ্যমে মেয়েদেরকে এসএমএস করে কথা শুরু করে পরে প্রেমের প্রস্তাব দেয়, মেয়েরা রাজি না হলে আস্তে আস্তে বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে মেয়েদেরকে রাজি করানোর চেষ্টা করে। এক সময় মেয়েরা রাজি হতে বাধ্য হয়। পরে আস্তে আস্তে বিভিন্ন রকম আকৃষ্ট মুলক কথাবার্তা বলে মেয়েদেরকে তার প্রতি আকৃষ্ট করে,এবং মেয়েদের সাথে গভীর প্রেমের অভিনয় করে।
যখন মনে করে মেয়েরা তার প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়েছে তাকে গভীরভাবে ভালবাসে তখন থেকে শুরু হয় প্রতারক রফিকুল ইসলামের অন্য রূপ।
আস্তে আস্তে সে বিভিন্ন সমস্যা দেখিয়ে মেয়েদের কাছ থেকে মোটা অংকের টাকা সুকৌশলে আনা শুরু করে।
বিভিন্ন ভাবে রফিকুল ফন্দি তৈরি করে মেয়েদের কাছ থেকে বড় অংকের টাকা হাতিয়ে নেয়।
যে সকল মেয়েরা টাকা দিতে অনিচ্ছুক তাদের কিছু মেয়েদেরকে বিয়ের প্রস্তাব দেয়।
ওই মেয়েরা তাকে বিশ্বাস করে তার বিয়ের প্রস্তাবে রাজি হন। এভাবে প্রতারক রফিকুল অনেক মেয়েকে বিয়ে করেন,তারপর তাদের কাছ থেকে বড় অংকের যৌতুকের টাকা দাবী করেন।
তার একাধিক স্ত্রীদের মধ্যে যারা যৌতুকের টাকা দিতে পারে তাদের সে স্ত্রীর মর্যাদা দেয় আর যে টাকা দিতে অপারগতা স্বীকার করে তাদেরকে এই প্রতারক নারী ও টাকা লোভী রফিকুল ডিভোর্স দিয়ে দেয়।
নাম বলা অনিচ্ছুক, তার একাধিক ভুক্তভোগি স্ত্রী বলেন আমরা ব্যতীত দেশের আর অন্য কোন মেয়ে এই প্রতারকের খপ্পরে পরে যেন সর্বস্ব না হারায় সে জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।