রামগড়ে বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় উন্নতমানের কাপড় জব্দ

রামগড়ে বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় উন্নতমানের কাপড় জব্দ

মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার রামগড় পিলাকছড়া স্থানে ৪৩ বিজিবির অভিযানে অবৈধভাবে আনিত উন্নতমানের বিভিন্ন প্রকার ভারতীয় কাপড় জব্দ করা হয়।
সোমবার (২১ আগস্ট) ভোর রাতে রামগড় ৪৩ বিজিবির অধিনস্থ লাচারিপাড়া বিওপিতে কর্মরত নায়েব সুবেদার জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে পিলাকছড়া স্থান থেকে মালিকবিহীন অবৈধ ভারতীয় উন্নতমানের থ্রী পিস ২২৮পিস, লেহেঙ্গা২৭পিস, শেরওয়ানী ০২ পিস জব্দ করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। আটককৃত কাপড় বর্তমানে ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে কোন ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না, মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *