"
ডেক্স রিপোর্টঃ
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমীর জেলেনস্কি। পুতিনের ইচ্ছা আকাঙ্খা সব কিছু পুরন করতে রাজি হয়েছেন তিনি।এ নেতা পশ্চিমাদের সাথে বন্ধুত্ব শেষ করে,রাশিয়ার সাথে বন্ধুত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন। NATO'র সদস্য পদ নিয়ে পশ্চিমাদের সাথে যে,সমস্যা হয়েছিল সে NATO'য়ে যোগ দিতে চাইছেন না জেলেনস্কি। বিবিসি'র সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে একথা জানান,জেলেনস্কি, NATO জোট বিতর্কত বিষয় ও রাশিয়ার সাথে সংঘর্ষে যেতে ভয় পায়।তিনি এমন বিষয়ে সিদ্ধান্ত ও প্রেসিডেন্ট হতে চাননা,যেখানে হাঁটু গেড়ে বসে অন্যের কাছে কোন কিছু প্রার্থনা করতে হবে বৈকি।রাশিয়ার ইউক্রেন আক্রমণের এবিষয়টি অন্যতম নিয়ামক হিসেবে কাজ করেছিল।এদিকে NATO ঘোষনা করেছে আগামী ১৫ বছরের মধ্যে NATO ইউক্রেনকে সদস্য করার চিন্তাও করবেনা।অন্যদিকে পুতিন প্রশাসন বলছে,পশ্চিমা দেশগুলোর জবাব দিতে কাজ করছে তাঁরা।রাশিয়া তথা মস্কো তাঁর পরিকল্পিত সিদ্ধান্তে অটল,আর দেরী হলেও জেলেনস্কি তাঁর রাজনৈতিক নির্বুদ্ধিতার খেসারত দিচ্ছে। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি,এখন থেকে প্রায় ১৫ বছর পুর্বে আমি বাংলাদেশের নায়ক রাজ রাজ্জাকের একটি সামাজিক অনুষ্ঠানে লালবাগ কেল্লা ঢাকা'য় উপস্থিত ছিলামঐ অনুষ্ঠানে এক বালিকা তাঁকে সৌজন্য প্রশ্ন করেন,যে মাননীয় অতিথি আপনি নায়ক রাজ রাজ্জাক আর তৎকালীন পানি সম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাক এর মধ্যে পার্থক্য কি ? তিনি বলেছিলেন,মন্ত্রীর স্থানে মন্ত্রী,নায়ক হিসেবে আমার স্থানে আমি। আমার মন্তব্য,কমেডিয়ান জেলেনস্কি আর রাজনৈতিক পুতিন চিন্তা,পরিকল্পনার দুরত্ব অনেক বটে।
" রাশিয়া - ইউক্রেন যুদ্ধ "
মোঃ ফরিদ উদ্দিন ভ্র্যামান,প্রতিনিধি, ভোলা।
অবশেষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে মাথা নত করলেন,ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমীর জেলেনস্কি।
পুতিনের ইচ্ছা আকাঙ্খা সব কিছু পুরন করতে রাজি হয়েছেন তিনি।
এ নেতা পশ্চিমাদের সাথে বন্ধুত্ব শেষ করে,রাশিয়ার সাথে বন্ধুত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন।
NATO'র সদস্য পদ নিয়ে পশ্চিমাদের সাথে যে,সমস্যা হয়েছিল সে NATO'য়ে যোগ দিতে চাইছেন না জেলেনস্কি।
বিবিসি'র সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে একথা জানান,জেলেনস্কি, NATO জোট বিতর্কত বিষয় ও রাশিয়ার সাথে সংঘর্ষে যেতে ভয় পায়।
তিনি এমন বিষয়ে সিদ্ধান্ত ও প্রেসিডেন্ট হতে চাননা,যেখানে হাঁটু গেড়ে বসে অন্যের কাছে কোন কিছু প্রার্থনা করতে হবে বৈকি।
রাশিয়ার ইউক্রেন আক্রমণের এবিষয়টি অন্যতম নিয়ামক হিসেবে কাজ করেছিল।এদিকে NATO ঘোষনা করেছে আগামী ১৫ বছরের মধ্যে NATO ইউক্রেনকে সদস্য করার চিন্তাও করবেনা।
অন্যদিকে পুতিন প্রশাসন বলছে,পশ্চিমা দেশগুলোর জবাব দিতে কাজ করছে তাঁরা।
রাশিয়া তথা মস্কো তাঁর পরিকল্পিত সিদ্ধান্তে অটল,আর দেরী হলেও জেলেনস্কি তাঁর রাজনৈতিক নির্বুদ্ধিতার খেসারত দিচ্ছে।
আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি,এখন থেকে প্রায় ১৫ বছর পুর্বে আমি বাংলাদেশের নায়ক রাজ রাজ্জাকের একটি সামাজিক অনুষ্ঠানে লালবাগ কেল্লা ঢাকা'য় উপস্থিত ছিলাম
ঐ অনুষ্ঠানে এক বালিকা তাঁকে সৌজন্য প্রশ্ন করেন,যে মাননীয় অতিথি আপনি নায়ক রাজ রাজ্জাক আর তৎকালীন পানি সম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাক এর মধ্যে পার্থক্য কি ? তিনি বলেছিলেন,মন্ত্রীর স্থানে মন্ত্রী,নায়ক হিসেবে আমার স্থানে আমি।
আমার মন্তব্য,কমেডিয়ান জেলেনস্কি আর রাজনৈতিক পুতিন চিন্তা,পরিকল্পনার দুরত্ব অনেক বটে।