রিপোর্টঃ ফরিদ উদ্দিন।
পরাশক্তি এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করছেন আওয়ামীলীগ নেতারা।অদ্য রবিবার ১৭ ই জুলাই বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউর বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারান্তরীণ দিবস উপলক্ষে মহিলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় আওয়ামীলীগ নেতারা এ কথা বলেন।
আওয়ামীলীগ নেতারা বলেন,পরাজিত শক্তি এখনও এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।ফলে আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি।
আমরা এখনও প্রধানমন্ত্রীর নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুদ্ধ করছি।বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে,প্রধান অতিথি আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন,যেখানে হত্যা ক্যুর রাজনীতি একটা অভ্যাসে পরিনত হয় সে দেশে এ ধরনের খেলা বন্ধ হয়নি।তিনি বলেন,শেখ হাসিনা বন্দী আমাদের ভালবাসায়।বঙ্গবন্ধু বলেছিলেন-আমি সাত কোটি বাঙালির ভালবাসার কাঙ্গাল। শেখ হাসিনাও এ দেশের মানুষের ভালবাসায় বন্দী হয়ে থাকবেন।
সভায় আরও উপস্থিত ছিলেন,আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফ,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,নৌ- প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী,দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়াসহ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।অনুষ্ঠানটি পরিচালনা করেন,মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহনুদা বেগম।