
বিশেষ প্রতিনিধি, আলমগীর হোসেনঃ
ভোলা জেলা পুলিশের আয়োজনে আজ সোমবার (১২ সেপ্টেম্বর) পুলিশ লাইন্স ড্রিলশেডে কনস্টেবল হতে নায়েক, নায়েক হতে এএসআই (সশস্ত্র), কনস্টেবল হতে এটিএসআই এবং এটিএসআই হতে টিএসআই পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একথা বলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।
পুলিশ সুপার বলেন পুলিশের পদোন্নতির ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার সাথে পুলিশ সদস্যদের পদোন্নতি প্রদান করা হবে।তিনি প্রশিক্ষনার্থীদের সু-শৃঙ্খল ভাবে ক্যাম্প প্রশিক্ষণে অংশগ্রহণের নির্দেশ প্রদান করেন এবং প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতার পরিচয় দিয়ে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার কেন্দ্রীয় মেধা তালিকায় ভাল স্থান অধিকার করার আশাবাদ ব্যাক্ত করেন।
এ সময় জনাব আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ভোলা, জনাব মোঃ জহুরুল ইসলাম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল), ভোলা, জনাব মোঃ মাসুম বিল্লাহ, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল), ভোলা, সকল থানার অফিসার ইনচার্জগণ, আরআই পুলিশ লাইন্স, ভোলা, বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ, প্রশিক্ষকবৃন্দ সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।