আলমগীর হোসেন, বিশেষ প্রতিনিধি।
ভোলা জেলা পুলিশের আয়োজনে আজ (২২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার ভোলা পুলিশ অফিস সম্মেলন কক্ষে জনাব আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ভোলার সঞ্চালনায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২২ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা সংক্রান্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা
সভায় দুর্গাপূজার পূর্বে করণীয়, পূজা চলাকালীন করণীয় ও বর্জনীয় এবং পূজা উদযাপন কমিটির সার্বিক দায়িত্ব কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশাবলি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে বিস্তারিত আলোকপাত করা হয়।
পুলিশ সুপার জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে শারদীয় দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানান। তিনি বলেন আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২২ উদযাপন উপলক্ষে পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোলা জেলা পুলিশ সার্বক্ষণিক পাশে থাকবে এবং পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হবে।
তিনি বলেন, প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে যাতে কোনো দুষ্কৃতিকারী অপকর্ম করলে তাৎক্ষণিক পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে। তিনি পূজা চলাকালীন অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
সভায় অংশগ্রহণকারী পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ জেলা পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশ সুপারকে ধন্যবাদ জানান।
পূজার আইন-শৃঙ্খলা মনিটরিংয়ের জন্য রেঞ্জ অফিস বরিশাল, পুলিশ সুপারের কার্যালয়, ভোলা এবং পুলিশ কন্ট্রোল রুম ভোলা কাজ করবে।
সভায় ভার্চুয়ালী উপস্থিত ছিলেন জনাব জহুরুল ইসলাম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল), ভোলা, জনাব মোঃ মাসুম বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল), ভোলা, সকল থানার অফিসার ইনচার্জগণ।
এছাড়াও পুলিশ অফিস সম্মেলন কক্ষে অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, ভোলা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলা, সহ ভোলা জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর ভোলা জেলায় ১১৬ টি পূজামণ্ডপে আগামী ০১ অক্টোবর থেকে দুর্গাপূজা শুরু হচ্ছে। ০৫ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে পূজা শেষ হবে।