
মোঃ ফরিদ উদ্দিন, আজকের দেশবাণী।
নির্বাচনের এক বছর আগে থেকে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশের প্রাচীন ও ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামীলীগ।
তৃনমূল নেতাদের গণভবনে ডেকে সকল কোন্দল মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন,দলীয় প্রধান।নির্বাচনের বৈতরণী পার হতে অভিমানে থাকা নিস্ক্রিয়দের সক্রিয় করার উদ্যোগ নিয়েছে তিন মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ।
সারাদেশে বিভিন্ন ইউনিটে সম্মেলনের মাধ্যমে চলছে নতুন নের্তৃত্ব নির্বাচন।প্রায় তিন বছর বিরতির পর গণসমাবেশের মধ্য দিয়ে তৃনমুলে নির্বাচনী বার্তা পৌঁছে দিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ চায় ভোটের মাধ্যমে আগামী মেয়াদেও রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার।আর সেই জন্যই সরকারের উন্নয়ন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তৃনমুল পর্যায়ের নেতাদের নির্দেশ দেন দলীয় সভাপতি।
আগামী নির্বাচনে আত্মঘাতী হতে পারে দলের অভিমানীরা।১৫ ই নভেম্বর গণভবনে সারাদেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন দলীয় প্রধান শেখ হাসিনা।
সেখান থেকে দীর্ঘদিন নিস্ক্রিয় থাকা ত্যাগী নেতাদের সক্রিয় এবং সব ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নির্দেশ দেন তিনি।
আওয়ামী লীগ নেতারা বলছেন,ষড়যন্ত্রকারীরা থেমে নেই,তাই বিরোধীদের মোকাবেলা করে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে সবাইকে কাঁধেকাঁধ মিলিয়ে কাজ করতে বলা হয়েছে বলে জানিয়েছেন,দলটির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।
২০২৩ সালকে গুরুত্বপূর্ণ বিবেচনা করে বিরোধীদের আন্দোলন মোকাবেলা করার কৌশন নিয়েও আওয়ামী লীগের কাজ চলছে বলেও জানালেন দলের সিনিয়র নেতারা।