
ভোলা প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন কুঞ্জের হাট বাজারের ফুড গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে ২৩ ই ফেধ্রুয়ারী রোজ সোমবার মাগরিব বাদ মেঘনা টিভি ভোলা দক্ষিণ , আমাদের চিত্র , আজকের বরিশাল পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মিলি সিকদার ও সাপ্তাহিক জাতীয় অগ্রযাত্রা , জাতীয় দৈনিক শিরোমণি , মানব সময়ের ভোলা জেলা প্রতিনিধি মোঃ তামিম আহমেদের কনিষ্ঠ কন্যা আয়শা আহমেদ তাহিয়ার জাঁকজমকপূর্ণ পরিবেশে ২য় তম জন্মদিন পালন করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন , সরকারি মিডিয়া তালিকা ভুক্ত জাতীয় দৈনিক আলোচিত কণ্ঠের স্টাফ রিপোর্টার মোঃ কবির হোসেন , দৈনিক আলোর কণ্ঠের জেলা প্রতিনিধি , মোঃ ইকবাল হোসেন নয়ন , দৈনিক প্রাইভেট ডিটেকটিভ পত্রিকার চীফ ব্যুরো মোঃ রাকিব হোসেন , আনন্দ টিভি ও দৈনিক আমার সংবাদ লালমোহন উপজেলা প্রতিনিধি আঃ হান্নান , দৈনিক ক্রাইম তালাশোর বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম , জাতীয় দৈনিক দিগন্তর উপজেলা প্রতিনিধি মোঃ মাসুদ রানা , দৈনিক আলোর কণ্ঠের উপজেলা প্রতিনিধি মোঃ হাসান ফরাজী , দৈনিক আলোচিত কণ্ঠের বিশেষ প্রতিনিধি, মোঃ মুশফিক শাওন , ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি মোঃ রিপন শান , দৈনিক ক্রাইম তালাশ ২৪ প্রতিনিধি মোঃ সোহেল , জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ মোসলেহউদ্দিন মুরাদ ,দৈনিক ইউরো সমাচার পত্রিকার সম্পাদক মোঃ মাহবুবুর রহমান সহ বিভিন্ন মিডিয়া ব্যত্তিত্ব ।