মোহাম্মদ আলমাছ হোসেন আওয়াল, বিশেষ প্রতিনিধি।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বন্যার পানিতে দুই ভাই মিলে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে লাশ হয়ে বাড়িতে ফিরল সানোয়ার হোসেন (১৪) নামের এক কিশোর।
তাকে বাঁচাতে রাতভর মশারীর নিচে মরদেহ রেখে ২০ ঘণ্টা ঝাড়ফুঁক দিয়েও কোন কাজ হলো না।
সরিষাবাড়ী উপজেলায় সাপের কামড়ে মারা যাওয়া সানোয়ার হোসেনকে বাঁচাতে চলে রাতভর ঝাড়ফুঁক।
শুক্রবার (১ সেপ্টেম্বর) উপজেলার আওনা ইউনিয়নের স্থলগ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত সানোয়ার উপজেলার সাতপোয়া ইউনিয়নের আদ্রা এলাকার আবুল কালামের ছেলে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় দুই ভাই সাগর (১৭) ও সানোয়ার (১৪) বাড়ির পাশে পূর্বপাড়া বিলে ধানক্ষেতে টর্চ লাইট জেলে মাছ ধরতে যায়।
এসময় সানোয়ারের ডান পায়ে বিষাক্ত সাপ কামড় দেয়।
রাতেই তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সানোয়ারের মরদেহ বাড়িতে এনে স্বজনরা দাফন কাফন করতে গেলে সাতপোয়া এলাকার ওঝা রহমান পাগলার ছেলে বাহার মিয়া ঝাড়ফুঁক দিয়ে তাকে বাঁচিয়ে তোলার আশ্বাস দেন।
শুক্রবার দুপুর পর্যন্ত ঝাড়ফুঁক চলতে থাকায় তার দাফন করা সম্ভব হয়নি।