হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পেতে দীর্ঘ ৩৫ বছর অপেক্ষায় এক অসহায় মা

হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পেতে দীর্ঘ ৩৫ বছর অপেক্ষায় এক অসহায় মা

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি।

হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পেতে দীর্ঘ ৩৫ বছর অপেক্ষায় এক গর্ভধারিনী অসহায় মা। খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা জেলার কল্যাণপুর এলাকা থেকে দীর্ঘ ৩৫ বছর আগে ৮বছর বয়সী শিশু মেয়ে নূর-জাহান হারিয়ে যায়। সেই থেকে আজও মেয়েকে খুঁজে ফেরে জনম দুঃখি মা সেনুয়ারা বেগম (সেনু), মেয়েটি হারিয়ে যাওয়ার দীর্ঘ ৩৫বছর পার হওয়ার পরও মা সেনুয়ারা বেগম আসায় আছেন মেয়েকে তিনি ফিরে পাবেন। দীর্ঘদিন মেয়ের জন্য কেঁদে কেঁদে জনম দুঃখী মা আজ পাগল প্রাই। হারিয়ে যাওয়া মেয়ে নূর-জাহানের কথা বলতে বলতে হাউমাউ করে কেঁদে কেঁদে মা সেনুয়ারা বেগম জানান, আমি আমার বুকের কলিজার টুকরা মেয়ে নূর-জাহানকে ফিরে পাবো সেই আসায় অপেক্ষা করে চলেছি। আমার মেয়ে নানা, নানি, দাদা, দাদির নাম বলতে পারতো সে ফিরে আসবেই। খোঁজ নিয়ে আরো জানা গেছে ঢাকার কল্যাণপুর এলাকার মোঃ নূর মোহাম্মদ এর মেয়ে নূর-জাহান(৮), আনুঃ ৩৫ বছর আগে হঠাৎ হারিয়ে যায়, সেই থেকে বহু স্থানে খোজাখুজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি। দীর্ঘ ৩৫বছর যাবৎ মা জননী সেনুয়ারা বেগম মেয়েকে খুঁজে পেতে অপেক্ষায় আছে তার বিশ্বাস সে মেয়েকে খুঁজে পাবে। যদি সে মেয়েটিকে ফিরে পায় তাহলে তার অন্ধকার জীবন আলোই ভোরে উঠবে সেই আসায় পথ চেয়ে আছে ওই মা। আল্লাহর মেহেরবানীতে যদি মেয়েকে ফিরে পায় দেশের সকল মানুষের কাছে তিনি চিরকৃতজ্ঞ থাকবে। যোগাযোগ মোবাইল নম্বর ০১৭৪৯১৭৬৩৫৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *