
মোঃ ফরিদ উদ্দিন, আজকের দেশবাণীঃ
দক্ষিণ এশিয়ার দেশ চীনে হঠাৎ বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ,চলতি সপ্তাহে একই দিনে তিন কোটি সত্তর লাখ মানুষ আক্রান্ত হয়েছে।
চীনের রাজধানী বেইজিংয়ের অর্ধেকেরও বেশি বাসিন্দা করোনায় সংক্রমিত। ডিসেম্বরের প্রথম বিশ দিনে প্রায় পঁচিশ কোটি মানুষ করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছে যা দেশটির মোট জনসংখ্যার আঠার শতাংশ।
সেই হিসেবে দৈনিক সংক্রমণ গড়ে এক কোটি বাইশ লাখ।২০২২ সালের জানুয়ারীতে চীনে দৈনিক করোনায় আক্রান্ত হয়েছিল চল্লিশ লাখ মানুষ।
সেই সংখ্যাকেও এবার ছাড়িয়ে গেছে দেশটি।বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি সংক্রমণ এই দেশে।করোনার চতুর্থ ঢেউ চীনকে ভাসিয়ে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।