ভোলায় ঠিকাদারিতে  অনিয়ম ও লুটপাটে চরম দুর্ভোগে সাধারণ জনগণ

ভোলায় ঠিকাদারিতে অনিয়ম ও লুটপাটে চরম দুর্ভোগে সাধারণ জনগণ


বিশেষ প্রতিনিধিঃ

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার রানীগঞ্জ বাজার সংলগ্ন রানীগঞ্জ – পীরগন্জ এবং রানীগঞ্জ – মোল্লার হাট – মিলনের হাট সড়কের যাতায়াতের অন্যতম এবং একমাত্র মাধ্যম হলেও রানীগঞ্জ বাজারের ব্রিজটি বর্তমানে সাধারণ জনগণের জন্য চরম দুর্ভোগের কারন হয়ে দাড়িয়েছে।
ব্রিজ নির্মাণের আগে বাইপাস সড়ক কিংবা জনগণের চলাচলের বিকল্প মাধ্যম নিশ্চিত করে ব্রিজ ভাঙার নিয়ম থাকলেও উক্ত কাজের ঠিকাদার কোন প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করেই তরি ঘুরি করে রাতের আঁধারে ব্রিজটি ভেঙে নেন কোন প্রকার বাইপাস নির্মাণ না করেই। প্রতিদিন দূর্ঘটনার শিকার হচ্ছে স্কুল পড়ুয়া ছোট ছোট শিক্ষার্থীরা। উক্ত ব্রিজ ভেঙে নেয়া ঠিকাদারের সাথে ✆ ফোনে যোগাযোগ করিলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং প্রধান ঠিকাদারের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করিলে তিনি মোবাইল ফোন বন্ধ করে রাখেন এবং এর কিছুক্ষণ পর ব্রিজ নিয়ে কোন নিউজ না করার জন্য মোবাইল ফোনে বিভিন্ন ভাবে হুমকি প্রদান অব্যাহত রাখেন ঠিকাদারের পক্ষে একাধিক মোবাইল নম্বর থেকে।উক্ত এলাকার সাধারন জনগণ গণমাধ্যম কর্মীদের মাধ্যমে মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব আলী আজম মুকুল (এমপি) মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে জনদূর্ভোগ লাঘবে অতি দ্রুত কার্যকরী পদক্ষেপ ও প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *