ভূমি ও গৃহহীন বিধবা রাহেলা আজ স্বপ্ন পূরণে সক্ষম হলেন,পেলেন ঘর ও সম্পত্তির দলিল

ভূমি ও গৃহহীন বিধবা রাহেলা আজ স্বপ্ন পূরণে সক্ষম হলেন,পেলেন ঘর ও সম্পত্তির দলিল

মোঃ ফরিদ উদ্দিন, ভ্র্যাম্যমান প্রতিনিধি।

জনক কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ” মুজিববর্ষ ” উপলক্ষে আশ্রয়ন প্রকল্পের আওতায় গৃহহীন পরিবারকে গৃহদান ঘোষণার প্রেক্ষিতে ও মানবিকতায়,সারা দেশের ন্যায় আইজিপি মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নের সহায়ক হিসেবে দক্ষিন আইচা থানার উদ্যোগে গৃহীত প্রকল্পের মাধ্যমে ভোলা জেলা’র চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন বিধবা নারী মোসাঃ রাহেলা বেগম,স্বামী-মৃত শাহজাহান হাওলাদার,সাং-চর হরিশ, ডাকঘর- মাঝের চর মাদ্রাসা’র উপকার ভোগী রাহেলা (৫০)কে অদ্য ১৮ মে বুধবার সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে দেওয়া নির্মিত ঘর ও সম্পত্তির দলিল হস্থান্তর করেন,দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ,জনাব মোঃ শাখাওয়াত হোসেন।ঘরটিতে দুটি কক্ষ,একটি রান্নাঘর,একটি টয়লেট এবং বারেন্দা রয়েছে।এসময় উপস্থিত ছিলেন,দক্ষিণ আইচা থানা যুবলীগের আহ্বায়ক,মোঃ আকতার হোসেন বাবুল স্থানীয় নের্তৃবৃন্দ ও সংবাদকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *