বোরহানউদ্দিনে জমিজমা বিরোধের জেরধরে হামলা,অতঃপর মামলা দিয়ে হয়রানির অভিযোগ

বোরহানউদ্দিনে জমিজমা বিরোধের জেরধরে হামলা,অতঃপর মামলা দিয়ে হয়রানির অভিযোগ

স্টাফ রিপোর্টার ।।

ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের চর গাজীপুর ১ নং ওয়ার্ডে জমি সংক্রান্ত জের ধরে মৃত আঃ আজিজ এর ছেলে ইউছুফ(৫০) ও স্ত্রী শিরিন বেগমকে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগকারি ইউছুফ সাংবাদিকদের বলেন, সাচড়া ১নং ওয়ার্ডে আমার পুরাতন বসত গৃহটি মেরামতের জন্য, কিছু কাঠ বাস সহ অন্যান্য সরঞ্জাম আনিয়া দোকান ঘরের সামনে রাখিলে গত ১৪/০৬/২০২২ তারিখ রোজ মঙ্গলবার সকাল ৭ঃ৩০ এবং রাত ৭ঃ৩০ ঘটিকার সময় মোঃ বশির(৫০) পিতা -মোঃ মুনাফ, মোঃ রিপন শিকদার (৪০) পিতা-মৃত মোজাম্মেল তহশিলদার, মোঃমনির চৌধুরী (৪৮) পিতা -মৃত মোজাম্মেল চৌধুরী, মোঃ ফকরুল (৩৬) পিতা মৃত মোজাম্মেল হক,মোহ শহিদ(৩৮) পিতা মৃত মোজাম্মেল হক, মোঃ মাহাবুব (২১) পিতা মোঃ বশির, ফাহিমা বেগম(৩০) স্বামী মোঃ ফখরুল মুন্সি চর গাজীপুর ১ নং ওয়ার্ড, তারা আমার বসতঘর মেরামত করিতে দিবে না বলিয়া আমার সহিত কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে মোঃ বশির আমরা দোকানের সামনে রাখা বাগা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আগাত করিতে থাকে,আমি ডাক-চিতকার করিলে দোকানঘর সংলগ্ন বসত ঘর হইতে আমার স্ত্রী শিরিন বেগম আগাইয়া আসিয়া আমাকে রক্ষা করার চেষ্টা করিলে মোঃ রিপন শিকদার আমার স্ত্রীকে এলোপাতাড়ি ভাবে কিল ঘুষি, ও তলপেটে লাথি মারে, ফলে তলপেটে রক্ত জমাট বাধে এবং আমার স্ত্রীর গলায় ৬৬০০০ হাজার টাকা দামের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়, মুনীর চৌধুরী আমার স্ত্রীর কাপড় চোপড় টানিয়া শ্লীলতাহানি করে। অপরদিকে তারা আমার কীটনাশকের দোকানে ডুকিয়া ক্যাশ বাক্স ভেঙে নগদ ১,০০,০০০ টাকা ও ২ কাটুন কীটনাশক ঔষধ (ফুরাডান) যার মুল্য ৮০০০ হাজার টাকা। এছাড়া ১ বস্তা বিজ ধান যার মুল্য ২০০০ টাকা, ও আমার দোকান ভাংচুর চালিয়ে ৫০০০০ হাজার টাকা ক্ষতিসাধন করে।
ভুক্তভোগী আরো বলেন, আমি ও আমার স্ত্রী আহত হয়ে চিকিৎসাধীন থাকিলে, লোক মারফত জানতে পারি তারা আমার ৩৩ বানের বসতঘর ও ঘরে থাকা ৭০০০০ হাজার টাকার ক্ষতি সাধন করে, আমি হাসপাতাল আসিয়া দেখি আমার ঘরটি নেই। ভুক্তভোগী ইউছুফ বলেন, হামলাকারীদের বিরুদ্ধে আদালতের করা হয়েছে এবং প্রতিপক্ষ আমাকে হয়রানি করার উদ্দেশ্য মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে আদালতে আমার বিরুদ্ধে মামলা করেন।
এ বিষয়ে প্রতিপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে পাওয়া যায় নি।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন ফকির বিপিএম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, যেহেতু মামলাটি আদালতে হয়েছে, সেক্ষেত্রে আমাদের কাছে তদন্ত আসলে আইন অনুযায়ী তদন্ত করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *