
রিপোর্টঃ মোঃ ইব্রাহিম।
২৩ জুন ২০২২, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে উম্মে সাইয়েদা আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে উপজেলার জয়কৃষ্টপুর তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সাইয়েদা ওই গ্রামের নওশাদ আলীর মেয়ে। স্থানীয়দের বরাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের (ইউপি) সদস্য আব্দুল কাদের বলেন, সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে শিশুটি খেলা করছিল বাড়িতে। প্রায় ঘণ্টা দুয়েক পরে শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবারের সদস্যরা। খুঁজতে খুঁজতে একসময় সেই শিশুটির মরদেহ বাড়ির পাশে এক পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
বৃহস্পতিবার দুপুর ৩টায় শিশুটির লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে বলেও জানান তিনি।
পানিতে পড়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ওই ইউনিয়নের চেয়ারম্যান সনাতন চন্দ্র রায়।
জানতে চাইলে, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু বিষয়টি সম্পর্কে অবগত না। এ বিষয়ে খোঁজ নেওয়া হবে বলে জানান তিনি।