ভোলা চরফ্যাশনে ভেসে আসা ” কুবতান ” জাহাজ নয় বার্জ

ভোলা চরফ্যাশনে ভেসে আসা ” কুবতান ” জাহাজ নয় বার্জ

মোঃ ফরিদ উদ্দিন,চরফ্যাশন।

ভোলা’র মনপুরায় বঙ্গোপসাগরের উপকুল সংলগ্ন চর নিজাম এলাকায় ভাসমান নৌযানটি জাহাজ নয়,এটি একটি বার্জ।বার্জ হচ্ছে ছোট আকারের জলযান,যা বন্দর থেকে নৌপথে পন্য পরিবহন করে বলে জানিয়েছেন মনপুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা আল মামুন।

গতকাল শুক্রবার ১৫ জুলাই সন্ধ্যায় তিনি বলেন,বার্জটি নৌবাহিনী এবং কোস্টগার্ড দেখভাল করছে।জানা যায়,এটি বিদেশি কোন নৌযানও নয়।বরং বাংলাদেশে নির্মানাধীন মেগা প্রজেক্ট মাতার বাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজে ব্যাবহৃত একটি জলযান।

দক্ষিন আইচা থানা অফিসার ইনচার্জ শাখাওয়াত বলেন,এখন পর্যন্ত আমি জানতে পেরেছি রাডারের তরঙ্গ বিচ্ছিন্ন হয়ে বার্জটি গন্তব্যচ্যুত হয়ে ভাসতে ভাসতে এ এলাকায় চলে এসেছে।

নদী শাসনের জন্য পাথর আমদানীতে বার্জটি ব্যাবহার করত প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান।

সরকারি বেশ কয়েকটি প্রতিষ্ঠান ইতোমধ্যে যোগাযোগ করেছে।ঠিকাদারি প্রতিষ্ঠান বার্জটি টেনে নিতে টার্গবোট নিয়ে আসছে বলে জানিয়েছেন।

আশা করি শনিবার ১৬ ই জুলাইয়ের মধ্যে তাদের কাছে বার্জটি হস্তান্তর করা যাবে।
এদিকে কোস্টগার্ড ভোলার দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লে.কে এম শফিউল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,এ জেড কিংদাউ নামের বার্জটি প্রায় ১৩ হাজার মেট্রিকটন বিদেশি পাথর এবং পাথর ভাঙ্গার যন্ত্রপাতি সহ পাশবর্তীদেশ ভারতের কাকিনাদা পোর্ট থেকে বাংলাদেশের কক্সবাজারের মাতার বাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্টের উদ্যেশ্যে রওয়ানা হয়েছিল।পথে বৈরী আবহাওয়ার কবলে পড়ে টার্গবোট থেকে বার্জটি বিচ্ছিন্ন হয়ে যায়।বর্তমানে বার্জটি কোস্ট গার্ডের হেফাজতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *