
বোরহানউদ্দিন প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনের কাচিয়া ২নং ওয়ার্ডের কাদির সর্দার বাড়ির মোঃ রফিজলের প্রতিবন্ধী মেয়ে মমতাজ (১৮) কে নির্যাতনের অভিযোগ, একই এলাকার বশিরের ছেলে শরিফ (২৮) এর বিরুদ্ধে।
শুক্রবার ২ সেপ্টেবর সকাল ৮ ঘটিকায় কাচিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ডে এঘটনা ঘটে। পরে আহত প্রতিবন্ধী মমতাজ কে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে সরেজমিনে গিয়ে জানা গেছে, ভুক্তভোগীর জমি জমা নিয়ে বাড়ির প্রত্যেকের সাথে মামলা রয়েছে। এদিকে ভুক্তভোগী দরিদ্র ও অসহায় বিদায় একই বাড়িতে কোনঠাসা হয়ে বসবাস করছেন। অসহায় এ পরিবারটি ভাঙ্গা ও ছালা ঝুলিয়ে একটি ঘরে মানবেতর জীবনযাপন করছেন।
ভুক্তভোগী ও পরিবারের লোকজন বলেন, প্রতিবন্ধী মমতাজ আগের দিন বৃহস্পতিবার দুপুরে পাশের ঘরে গেলে, পার্শ্ববর্তী শরিফ তার শরিরে হাত দিলে প্রতিবন্ধী মমতাজ চিৎকার করলে, তার পরিবার তাকে নিয়ে আসে। আজ শুক্রবার সকালে শরিফ ভুক্তভোগীর স্বামীকে মারধর করলে সে তার স্বামীর কাছে গেলে তাকে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে ও গালে থাপ্পড় মারে। এছাড়াও বিভিন্ন সময় ঘরে ঢুকে শরীরের বিভিন্ন অংশে হাত দেয়। এমটাই অভিযোগ করে পরিবারের লোকজন।
এবং স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের হস্তক্ষেপে সঠিক বিচারের দাবি জানান।
এবিষয়ে অভিযুক্ত শরিফকে প্রথমে না পাওয়া গেলে তার মায়ের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন শরিফ বাড়িতে নাই । ফোন নাম্বার চাইলে, শরিফ মোবাইল চালায় না বলে জানান।
পড়ে শরিফ আড়াল থেকে এসে ব’লে ওর যা বলেছেন সব অসত্য।
কাচিয়া ২নং ওয়ার্ডের মেম্বার আইয়ুব আলী বলেন, উভয় পক্ষ আমাকে মানলে বিস্তারিত জেনে মিমাংসা করার চেষ্টা করবো।
বোরহানউদ্দিন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বাহাউদ্দিন এ বিষয়ে বলেন, আমাদের যতটুকু সম্ভব আমরা তার পাশে থেকে সহযোগিতা করবো।
এ নিউজ লিখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।