যুক্তরাজ্যের দু’শ বছরের ইতিহাসে শেতাঙ্গদের দম্ভের ইতি টানলেন ঋসি সুনাক।

যুক্তরাজ্যের দু’শ বছরের ইতিহাসে শেতাঙ্গদের দম্ভের ইতি টানলেন ঋসি সুনাক।

মোঃ ফরিদ উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ

মার্কিন যুক্তরাজ্যের দু’শ বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ভারতীয় বংশদ্ভূত ঋসি সুনাক।

সাত সপ্তাহের ব্যাবধানে অর্থনৈতিকভাবে অস্থিতিশীল দেশটি পেল তাদের তৃতীয় নের্তৃত্ব।

স্থানীয় সময় মঙ্গলবার সকালে ঋসি সুনাককে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়।

তবে ঋসির আজকের জায়গায় উঠে আসা এতটা মসৃন ছিলনা।বিয়াল্লিশ বছর বয়সে ঋসি ওয়েটার হিসেবে ও কাজ করেছেন।বাংলাদেশের সিলেটি মালিকের পরিচালিত সরাই খানায়।

ঋসি সুনাক ১৯৮০ সালে বৃটেনের সাউদার্নটনে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা জসবীর ও মা উসা দুজনেই ভারতীয়।তারা প্রথমে আফ্রিকা ও পরে বৃটেনে পাড়ি জমান।

যুক্তরাজ্যে ঋসির বাবা একজন জেনারেল প্রাকটিশনার এবং মা ফার্মাসিষ্ট হিসেবে কাজ করতেন।ঋসির ছাত্রজীবন শুরু হয়,উইনচেষ্টারের একটি প্রাইভেট স্কুলে।পরে তিনি উইনচেষ্টার কলেজে পড়াশুনা শেষে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

সেখানে দর্শন রাজনীতি ও অর্থনীতি নিয়ে পড়াশুনা করেন ঋসি।তিনি এমবিএ শেষ করেন স্ট্যাম্পফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে।

ছাত্র সময়ে ছুটির দিনগুলোতে সাউদার্নটনে ফিরে ওয়েটার হিসেবে কাজ করতেন মার্কিন যুক্তরাজ্যের এই নতুন প্রধানমন্ত্রী।

এমবিএ পড়ার সময় ভারতের শীর্ষ ধনী নারায়নমুর্তির মেয়ে অক্ষতামুর্তির সাথে পরিচয় হয় তাঁর।পরবর্তীতে বিয়ে করে সংসার শুরু করেন ঋসি-অক্ষতা দম্পতি। তাদের সংসারে দুটি কন্যা সন্তান আছে।

২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত সুনাক মার্কিন বিনিয়োগ কোম্পানি গোল্ডম্যানসাকসে চাকরি করেছেন।ঋসি সুনাকের রাজনৈতিক যাত্রা শুরু হয় ২০১৫ সালে ইয়র্কসায়ারের কনর্জাবেটিভ দলীয় এমপি হিসেবে।

ঋসি মার্কিন যুক্তরাজ্যের জুনিয়রমন্ত্রী ও অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।একবার প্রধানমন্ত্রী হতে ব্যার্থ হয়ে দ্বিতীয়বারের চেষ্টায় ঋসি উত্তীর্ন হন আর এর মধ্যদিয়ে বৃটেন পেল সাতান্নতম প্রধানমন্ত্রী।

শেষ দু’শ বছরের মধ্যে সবচেয়ে কম বয়সী মাত্র ৪২ বছর বয়সী ভারতীয় বংশদ্ভূত কালবর্নের মানুষটি হল মার্কিন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *