
স্টাফ রিপোর্টারঃ
দৌলতখান উপজেলার মধ্য জয়নগর ৭নং ওয়ার্ডে জমিজমা বিরোধের জেরধরে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।
ইয়ানুর বেগম জানান, একই এলাকার আজিজল গংদের সাথে আমাদের দীর্ঘদিন ধরে ২ একর ৪৪ শতাংশ জমির বিরোধ চলে আসছিল।
গত ১৫ নভেম্বর ২০২২ ইং তারিখ ১১ টার সময় দৌলতখান ভূমি অফিস থেকে সরেজমিনের তদন্ত করতে আসে।
তদন্ত শেষে ভূমি অফিসার চলে যায়, এরই মধ্য দিয়ে আজিজলের নেতৃত্বে সন্ত্রাসী সোহাগ, ফয়েজ, শান্ত, লিটন ও মোতাহারসহ কয়েকজন সন্ত্রাসী, আমার পিতা জিলন বোন রিনা, শিল্পী ও আমার উপর তারা অতর্কিত হামলা করেন।
আমাদের চারজনকে গুরুতর আহত করেন।
আমার বোন শিল্পি ও আমি অন্তসত্বা ছিলাম তারা বিষয়টি জানার পরও আমাদেরকে শারিরিক নির্যাতন করেন।
আমরা দুই বোন তাদের আঘাতে অজ্ঞান হয়ে মাটিতে পরে যাই।
কে বা কাহারা আমাদের করুণ পরিণতি দেখে ৯৯৯ নম্বরে ফোন করেন।
সময়মত পুলিশ ঘটনাস্থলে এসে আমাদেরকে উদ্ধার করে ভোলার সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
এলাকাবাসী জানান,আজিজল গংরা সন্ত্রাসী প্রকৃত লোক। আমরা জানি উক্ত জমির প্রকৃত মালিক জিলন গংরা।
আজিজ গংরা বিভিন্ন সময় জিলন গংদের উপর হামলা করেন এবং তাদের জমি জবর দখল করে ভোগ করাটা, আমরা মনে করি তারা অন্যায় করছে।
আমরা এলাকাবাসী আজিজল গংদের এ ন্যাক্কার কর্মকান্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই।
এ ব্যাপারে আজিজ গংদের বক্তব্য জানতে গিয়ে এলাকায় তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি।
তবে ভুক্তভোগী অসহায় ইয়ানুর বেগম ও জিলন গংদের পরিবার সন্ত্রাসী আজিজ গংদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।