
মোঃ ফরিদুল ইসলামঃ
ভোলা সদর উপজেলা রাজাপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের চিহ্নিত মামলাবাজ ভূমিদস্যু রহিম বাহিনীর হামলায় খালেদা নামের এক গৃহবধূ গুরুতর আহত হয়েছে। সোমবার ২৭ ডিসেম্বর সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন খালেদা রাজাপুর ৯নং ওয়ার্ডের শ্যামপুর গ্রামের ইলিয়াসের স্ত্রী।
হাসপাতালে চিকিৎসাধীন খালেদা ও তার স্বজনরা জানান, একই ওয়ার্ডের রহিম বাহিনীর সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে সোমবার সন্ধ্যায় রহিম রাঢ়ীর নেতৃত্বে ধলু ফরাজী, সিরাজ, আবদুল্লাহসহ একটি ভূমিদস্যু বাহিনী লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে খালেদার বাড়ীতে হঠাৎ হামলা ও লুটপাট করে।
নিজের বসতঘরে লুটপাটের প্রতিবাদ করায় খালেদা কে বেদম পিটিয়ে গুরুতর আহত করেন দস্যুরা।
পিটিয়ে আহত করে মুমূর্ষু অবস্থায় রেখে গেলে পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় খালেদা কে।
এ ঘটনায় অভিযুক্ত রহিম বাহিনীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আহতের পরিবার।