বোরহানউদ্দিনে শীত বস্ত্র বিতরণ করলেন ব্লাড ডোনার্স ক্লাব

বোরহানউদ্দিনে শীত বস্ত্র বিতরণ করলেন ব্লাড ডোনার্স ক্লাব

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ

বাংলাদেশ ব্লাড ডোনার্স ক্লাব (বিবিডিসি) এর আয়োজনে ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীর পাড়ের হত দরিদ্র ছিন্নমূল পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ৩০ ডিসেম্বর দৌলতখান, ৩১ ডিসেম্বর বোরহানউদ্দিন, ০১ জানুয়ারী লালমোহন ও চরফ্যাশন রোববার ২ জানুয়ারী শশীভুষণ ও দক্ষিণ আইচা থানায় হতদরিদ্র ছিন্নমূল পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শীত বস্ত্র বিতরণ শেষে বাংলাদেশ ব্লাড ডোনার্স ক্লাব ( বিবিডিসি) এর পরিচালক মহিবুল্লাহ মুহিব জানান, ভোলা জেলায় বিতরণ শেষ বিভিন্ন ধাপে ময়মনসিংহ, খুলনা ও পঞ্চগড়, ঠাকুরগাও শীতার্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হবে।
আমরা বিগত দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রায় ৩০ হাজার ব্যাগ ব্লাড বিনামুল্য দিয়েছি এবং রক্তদানে উৎসাহ মূলক প্রচারনা রক্তের গ্রুপ নির্নয়। অসহায় মুমূর্ষ রোগীদের চিকিৎসা সহযোগীতা। গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। করোনা মুহুর্তে ছিন্নমুল মানুষের মাঝে খাবার বিতরণ। বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ করেছি। ভবিষৎতে এই কার্যক্রম অব্যহত থাকবে ইনশাআল্লাহ।
ভোলা জেলার বিতরণ কার্যক্রমে বিশেষ সহযোগিতায় ছিলেন ভোলা জেলার টিম লিডার রাজিব হাসান রিয়াদ সহ জেলার সকল সেচ্ছাসেবী লিডারগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *