
বাবলু তন্তবায় দীপু হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মাবাদ ইউনিয়নের আমু চা বাগানে বাংলাদেশ তাঁতী সমাজ এর মহা-সম্মেলন ও রং সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। গত ১০, ১১, এবং আজ ১২ ফেব্রুয়ারি ৩ দিন ব্যাপী আলোচনা সভা ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়ে থাকে।
গত ১০ শে ফেব্রুয়ারী রোজ শুক্রবার প্রথম দিনের অধিবেশন শুরু হয় অতিথিদের আগমন পর্ব ও রাতে তাঁতী সমাজের আগত অতিথিদের পরিচয় পর্ব অনুষ্টিত হয়।
১১ ই ফেব্রুয়ারী শনিবার ভোর সকালে মঙ্গল আরতির মাধ্যমে মহা সম্মেলনের শুভ সূচনা হয়। দ্বিতীয় দিনের ২য় পর্বে অনুষ্ঠানে মহাসম্মেলন অনুষ্ঠানে মধ্যেমণি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসাময়িক বিমান পরিবহন ও পর্যটন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী চুনারুঘাট উপজেলার চা শ্রমিকদের জনপ্রিয় নেতা নৌকার কান্ডারী – এডভোকেট মাহবুব আলী এম.পি.।
আমু চা বাগানের বাগান ব্যবস্থাপক জহিরুল ইসলাম এর সভাপতিত্বে এবং মুখেশ তাঁতী ও সজল তাঁতী এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান – আব্দুল কাদির লস্কর,আমু চা বাগানের ম্যানেজার জহিরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান – আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান – লুৎফর রহমান মহালদার ও মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, চুনারুঘাট পৌর মেয়র সাইফুল আলম রুবেল,চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক, উপজেলা কৃষকলীগের সভাপতি – মুজিবর রহমান, চুনারুঘাট প্রেস ক্লাবের সভাপতি – জামাল হোসেন লিটন, সাংবাদিক নুরুল আমিন, সাংবাদিক আবুল কালাম আজাদ, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান- জাকির হোসেন পলাশ, সাবেক চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, অত্র উপজেলার দেওরগাছ ইউপি চেয়ারম্যান রুমন ফরজী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলা উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু নাসের, অত্র বাগানের মতি তাঁতী, দিলীপ তাঁতী, গোপী তাঁতী, চন্দ্র তাঁতী, যুবরাজ ঝরাসহ সারা বাংলাদেশ থেকে আগত তাঁতী সমাজ এর নেতৃবৃন্দরা।
প্রতিমন্ত্রী বলেন, শুধু তাঁতী সমাজের নয়, চা বাগানের অবস্থানরত সকল সম্প্রদায়দের যারা এখনও ক্ষুদ্র নৃগোষ্ঠী আওতায় আসে নাই সবাইকে ক্ষুদ্র নৃগোষ্ঠী আওতায় আনা হবে।, খুব শ্রীঘ্রেই সাংস্কৃতি মন্ত্রীর সাথে কথা বলে তাদের কে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর অর্ন্তভূক্ত করার আশ্বাস প্রদান করা হবে বলে জানিয়েছেন।
তৃতীয় দিনের অধিবেশন ১২ ই ফেব্রুয়ারী (আজ) সকাল ১০ টায় বাংলাদেশ তাঁতী সমাজের রং সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে তাঁতী সমাজের বিভিন্ন সমস্যাগুলোর বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আপায়ন পরিবেশনের মাধ্যমেই অনুষ্ঠানের সমাপ্তি হয়।