
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন পৌর ১ নং ওয়ার্ডের ওয়েস্টার্ন পাড়ায় শাহেআলম সরদার ও তার ছেলে রুহুল আমিন, বাহারুল, সোহেলসহ রিপনের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। পৌর ১নং ওয়ার্ডের মোস্তফা সরদারের ছেলে আলমগীর এ অভিযোগ করেন। তিনি অভিযোগ করে বলেন, পৌর ১নং ওয়ার্ডে ১২ শতাংশ জমি ওয়ারিশ সুত্রে মালিক হিসেবে দীর্ঘ ২০ বছর যাবত ভোগ দখল করে আসছি। যাহা ছোট মানিকা মৌজার এস.এ ৯৩৪ নং খতিয়ানের ৪৯০২,৪৯০৩,৪৯০৪ নং দাগসহ বিভিন্ন দাগে ১২ শতাংশ জমি। দীর্ঘ ২০ বছর ওই জমি ভোগ দখলে থাকলেও তাদের বাড়ীর সামনে জমি থাকায় ৫ লক্ষ টাকা চাঁদার দাবীতে উল্লেখিতরা জমি দখলের চেষ্টা করে আসছে। চাঁদা বাজী করাসহ ভূমি দস্যু তাদের পেশা ও নেসা। জমি দখলের চেষ্টার ঘটনায় মোস্তাফা সর্দারের ছেলে আলমগীর বাদী হয়ে ভোলা -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি”র কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি বোরহানউদ্দিন থানা পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন এমপি আলী আজম মুকুল। বোরহানউদ্দিন থানা পুলিশ অভিযুক্তদেরকে থানায় এসে ঘটনার বর্ণনাসহ কাগজ পত্র দেখানোর কথা বার বার বললেও তারা থানায় আসেনি। পরে পুলিশের একাধিকবার চেষ্টায় বৃহস্পতিবার সকালে শালিশ বৈঠকের তারিখ নির্ধারণ করে থানায় জমির কাগজপত্রসহ হাজির হওয়ার কথা থাকলেও তারা থানায় আসেনি। তবে বাদী আলমগীর ও তার বাবা মোস্তাফা সরদার কাগজ পত্রসহ থানায় হাজির হন। উল্লেখিত অভিযুক্তরা এলাকায় কোন আইন কানুন মানছে না বলে জানান ভুক্তভোগীরা। আলমগির বাদী হয়ে লিখিত অভিযোগ করায় তাকে একাধিকবার হত্যার চেস্ট চালানো হয় বলে জানান ভুক্তভোগী আলমগীর ।
ভোলা- ২ আসনের এমপি আলী আজম মুকুল ও থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেও বিচার না পাওয়ায় হতাশায় অসহায় পরিবার গুলো। উল্লেখিতদের বিরুদ্ধে ভুমি দস্যু ও চাঁদাবাজের অভিযোগ এনে বিচার দাবী করেন ভুক্তভোগীরা। অন্যদিকে অভিযুক্ত শাহেআলম গংদের কাছে জানতে চাইলে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানান, অভিযুক্তরা এলাকায় জমি দখল ও সকল ধরণের অপরাধসহ সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত তারা। তাই তারা সরকারের কোন আইনকানুন মানছে না।
বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) রেজাউল করিম রাজীব জানান, বিবাদী পক্ষকে থানায় ডাকা হয়েছে। তারা শালিশ বৈঠকের তারিখ দিয়েও থা