
মাহমুদুল হাসান সম্রাট,বিশেষ প্রতিনিধি।
৮-আগস্ট ২০২৩ইং নারায়ণগঞ্জ চিটাগাং রোডে সিদ্ধিরগঞ্জ থানাধীন ১নং ওয়ার্ডের হাজী আহসান উল্লাহ সুপার মার্কেটে পিচনে খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তি লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে সুইপারেরা ময়লা পরিষ্কার করতে গেলে খালে কচুরিপানার সাথে লাশটি পড়ে থাকা অবস্থায় দেখতে পায়। পরবর্তী পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটিকে উদ্ধার করা হয়। তবে লাশটির বিষয়ে বিষয়ে জানতে চাইলে আশপাশের লোকজন কেউ কিছু বলতে পারেনি, ধারণা করা হয় লাশটির বয়স ৩০ থেকে ৩৫ বছর হবে বলে অনুমান করা গেছে। তবে কে-বা কারা হত্যা করে ফেলে রেখেছে নাকি আত্মহত্যা সেই বিষয়ে জানা যায়নি,আবার অনেকে ধারণা করেছে লাশটি ৫ থেকে ১০ দিন পর্যন্ত পড়ে আছে বলে অনুমান করা হয়েছে কারণ লাশটি পচনধরে দুর্গন্ধ বের হচ্ছে। তবে লাশটি’কে আপাতত কেউ সনাক্ত করতে পারেনি বা তার পরিচয় ও নাম ঠিকানা পুরোপুরি জানা যায়নি। কিন্তু পোস্ট মডেম রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না মৃত ব্যক্তিকে খুন করা হয়েছে নাকি আত্মহত্যা। তবে ডিবি পুলিশের কাছে সংক্ষেপে জানা গেছে লাশটি সিদ্ধিরগঞ্জ থানার ৩নং ওয়ার্ড নয়া-আটি থেকে হতে পারে বলে তারা জানিয়েছেন। কিন্তু নয়া-আটির স্থানীয় দুই একজনের কাছে জানতে চাইলে তারা বিষয়টি নিয়ে কে-বা তার পরিচয় কেউ কিছুই জানেন না বলে তারা নিয়েছেন।