
বিশেষ প্রতিনিধি।
জামালপুরের দেওয়ানগঞ্জে গত রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ মাদক বিক্রেতা ও মদকসেবীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত ।
১৩ আগষ্ট( রবিবার) রাতে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই যৌথ অভিযান চালায় ।অভিযানে গাজা সহ ৪ জনকে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় ।
অভিযান সূত্র জানায়, গতরাত( ১৩ আগষ্ট ) ৭ ঘটিকা থেকে ১০ ঘটিকা পর্যন্ত ৩ ঘন্টাব্যাপি সাড়াশি অভিযান চালিয়ে, পৌর এলাকার চরভবসুর, সুগারমিল এলাকা, ডালবাড়ী সহ বিভিন্নস্থান থেকে, চারজন মাদক বিক্রেতা , মাদকসেবী ,বাহাজ উদ্দিনের ছেলে মোঃ লিটন মিয়া (৪০) (বাদে শশারিয়াবাড়ী)
বালুগ্রামের ভরসা শেখের ছেলে ফজলুল হক( ৭০) মোঃ উজ্জল (৪০), মোঃ দুলাল মোল্লা (৪২) নামের ৪ জনকে তাদের নিজ নিজ বাসা থেকে ২ কেজি ৪০০ গ্রাম
মাদক দ্রব্য উপকরণ সহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সবাইকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়, অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রাদান করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফা ।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুরের পরিদর্শক মোঃ শরিফুল ইসলাম,উপ পরিদর্শক মুস্তাফিজুর রহমান সহ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
অভিযান শেষে মুঠোফোনে জানতে চাইলে বলেন উপজেলা নির্বাহী অফিসার জানান, গোপন সূত্রের ভিত্তিতে সংবাদ পেয়ে আমরা অভিযান করেছি,তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী, মাদকসেবীদের মাদকদ্রব্য উপকরণ সহ হাতেনাতে ধরা হয়েছে, এটি আমাদের রুটিন ওয়ার্ক, আমাদের চলমান অভিযান আরো জোরদার করা হবে ।