
মোহাম্মদ করিম, স্টার রিপোর্টার।
লামায় তৃতীয় শ্রেণীর কিশোরীকে ধর্ষণের ঘটনায় ঘটে ঘটনার
৪ দিন পরে উপজাতি কিশোরীর মা বাদী হয়ে মঙ্গলবার লামা থানায় মামলা দায়ের করেন। উক্ত মামলার আসামী হলেন লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের কুলাইক্যা চাকমা পাড়ার বাসিন্দা বিজয় চাকমার ছেলে জ্যোতিময় চাকমা।
ধর্ষিতা কিশোরীর মা জানান, গত শুক্রবার সকালে লামার সরই কোয়ান্টাম ফাউণ্ডেশনে যাওয়া বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে বেলা ১১টার দিকে একই পাড়ার বাসিন্দা বিজয় চাকমার ছেলে জ্যোতিময় চাকমা ঘরে ঢুকে আমার তৃতীয় শ্রেণীতে পড়ুয়া নয় বছরের কিশোরী কে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনায় কিশোরীর অতিরিক্ত অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
পরবর্তীতে জরুরী চিকিৎসার জন্য গত সোমবার দুপুরের পর তাকে লামা হাসপাতালে ভর্তি করা হয়।
এই বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব শামীম শেখ ধর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন মামলা রুজুর হওয়ার ৫ ঘন্টার মধ্যে বিশেষ অভিযান পরিচালনা করে আসামী জ্যোতিময় চাকমাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।