
সাদিয়া আফরিন।
বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের আব্দুল খলিফা বাড়ীর আনোয়ার খলিফার,
৯ জানুয়ারী রাত অনুমান ২ টার সময়
গরু চুরি করতে আসে, মানিকা ইউনিয়ন ১নং ওয়ার্ডের ব্যাপারি বাড়ির আলাউদ্দিন ব্যাপারি।
গরু চুরির সময় টের পেয়ে যায় বাড়ীর লোকজন, একপর্যায় গরু চুরি করতে আসা আলাউদ্দিন ব্যাপারীকে লোকজন হাতেনাতে ধরে ফেলে।
তাকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে বেধে রাখে। এক পর্যায় আলাউদ্দিন গরু চুরির বিষয়টি স্বীকারও করেন।
গরু চোর আলাউদ্দিনকে গণপিটুনির পর সারারাত বেঁধে রেখে স্থানীয়রা ১০ই জানুয়ারি সকালে বোরহানউদ্দিনকে থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।