বোরহানউদ্দিন টবগী ইউপিতে অটোরিক্সা প্রতীক জসিমের উঠান বৈঠকে জনতার ঢল

বোরহানউদ্দিন টবগী ইউপিতে অটোরিক্সা প্রতীক জসিমের উঠান বৈঠকে জনতার ঢল

বোরহানউদ্দিন প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অটোরিকশা প্রতীক জসিম উদ্দিন হওলাদারের উঠান বৈঠকে মানুষের ঢল নামে।

শুক্রবার সন্ধ্যায় ৪ নং ওয়ার্ডের দরগাহ সংলগ্ন এ উঠান বৈঠক হয়। উঠান বৈঠকে হাজার- হাজার মানুষ অংশগ্রহণ করেন। উঠান বৈঠকে অটোরিকশা প্রতীকে ভোট চান তারা। উঠান বৈঠকে অটোরিকশা প্রতীক চেয়ারম্যান পদ প্রার্থী জসিম উদ্দিন হওলাদার বলেন, আমি টবগী ইউনিয়নে চেয়ারম্যান পদে অটোরিকশা প্রতীক নিয়ে নির্বাচন করছি।

আমি নিজ অর্থায়নে বেড়িবাঁধ সংস্কারসহ বিপদে আপনাদের পাশে দারিয়েছি। আগামী ২৬ শে ডিসেম্বর নির্বাচনে আপনারা অটোরিকশা প্রতীকে ভোট দিবেন। আমি নির্বাচিত হলে আপনাদের পাশে থেকে সেবা করব। টবগী ইউনিয়নকে একটি রোল মডেল ইউনিয়ন করার জন্য কাজ করব। উঠান বৈঠকে স্থানীয় হাজার- হাজার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *