
মোঃ ফরিদউদ্দিন,বিশেষ প্রতিনিধি।
ভোলা জেলা’র চরফ্যাশন উপজেলার দক্ষিণে বঙ্গোপসাগরের উপকুলে অবস্থিত দ্বীপচর মুজিব নগর ইউনিয়নে আজ দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী জনাব,ডা.এনামুর রহমান এমপি,প্রধান অতিথি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি,বিশেষ অতিথি হিসেবে মুজিব নগর ইউনিয়নের প্রধান সড়কের ভিত্তি প্রস্তর উদ্বোধনের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক স্থাপনা পরিদর্শন ও মতবিনিময় সভা করেন।এক সময়ের অবহেলিত এ চরাঞ্চলের মানুষকে নাগরিক সেবা পৌঁছে দিতে এ জনপদের প্রাণপুরুষ জনাব,আলহাজ্ব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় গঠন করা হয় ” মুজিব নগর ” ইউনিয়ন। এর আগে মাননীয় মন্ত্রী চরফ্যাশন সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ,বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য মরহুম অধ্যক্ষ এম এম নজরুল ইসলাম স্যারের কবর জিয়ারত করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
চরফ্যাশন টাউন হলে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে মন্ত্রী চরফ্যাশনের বিভিন্ন উন্নয়নের ভূয়সী প্রশংসা করে বলেনঃ জ্যাকবের মত নেতা শতবর্ষেও জন্মায়না,সহযোদ্ধাদের বলব ভোলার চরফ্যাশনে এসে বাংলার রুপ দেখার জন্য। এসময় তিনি,মুজিব নগর ইউনিয়নে পুল,কালভার্ট,ব্রীজ,আশ্রয়ন কল্পে চরফ্যাশনের প্রত্যেকটি ইউনিয়নে মুজিব কেল্লা,সাইক্লোন সেল্টার স্থাপনের কথা বলেন। মতবিনিময় সভায়,বিশেষ অতিথির বক্তব্য রাখেন,এ জনপদের শ্রেষ্ঠ সন্তান,উপকূলীয় উন্নয়নের কিংবদন্তী রুপকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়, আরও উপস্থিত ছিলেন,দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান এনডিসি,জেলা প্রশাসক তৌফিক -ই-ইলাহি চৌধুরী,স্থানীয় নের্তৃবৃন্দ ও সংবাদকর্মীবৃন্দ।