
মোঃ ফরিদ উদ্দিন,ভ্রাম্যমান প্রতিনিধি,ভোলা।
ভোলা জেলা’র চরফ্যাশন উপজেলাধীন দক্ষিণ আইচা থানার ৯ নং চর মানিকা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের “এক ঝাক তরুন” সমন্বয়ে একটি সামাজিক সংগঠন, পূর্ব চর আইচা শান্তি নগর সমাজ কল্যান ঐক্য ফ্রন্ট নামক সংগঠনের আত্ন প্রকাশ গঠে,আজ ০৯/০২/২০২২ইং তারিখ বিকাল ৫ ঘটিকার সময়,অত্র সংগঠনের সভাপতি নুরনবী মাতাব্বরের সভাপতিত্বে, হত-দরিদ্রদের মাঝে কম্বল বিতরন করা হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দক্ষিণ আইচা থানা প্রেস ক্লাব এর সভাপতি ও দক্ষিণ আইচা থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জনাব,আশ্রাফ উদ্দিন সবুজ মুন্সী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চর মানিকা ইউনিয়ন ৭নংওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃজাহাঙ্গীর মাতাব্বর, চর কচ্ছপিয়া নীলিমা জ্যাকব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃনাছির উদ্দিন আরিফ,চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ্যাড.মোঃ ফরিদ উদ্দিন,চর মানিকা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃশাহাজান হাওলাদার,
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দক্ষিণ আইচা থানা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃশহিদুল ইসলাম জামাল মীর,সংবাদ কর্মী মোঃইব্রাহীম খলিউল্লাহ, পূর্ব চর আইচা শান্তি নগর সমাজ কল্যাণ ঐক্য ফ্রন্ট সংগঠনের সহ-সভাপতি মোঃফরহাদ, সাংগঠনিক সম্পাদক ইফরাদ মাতাব্বর, আলম ফরাজী,ফরিদ মুন্সী, আব্বাস পাটোওয়ারী, আবু হানিফ,ফরহাদ হাং,কবির ডাক্তার, জাকির মাঝি প্রমুখ।