১২নং উত্তর দিঘলদী ইউনিয়নের নব-নির্বাচিত পরিষদের অভিষেক সভা অনুষ্ঠিত

১২নং উত্তর দিঘলদী ইউনিয়নের নব-নির্বাচিত পরিষদের অভিষেক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের নবনির্বাচিত পরিষদের অভিষেক সভা অনুষ্ঠিত হয়।চার বারের নির্বাচিত সফল চেয়ারম্যান লিয়াকত হোসেন মুনসুরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আজিজুল ইসলাম, সেক্রেটারি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা ইউনিট।

বিশেষ অতিথি জনাব মোঃ সিরাজুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামীলীগ ভোলা সদর উপজেলা ও অন্যান্য নেতৃবৃন্দ।
নেতারা সকলের উদ্দেশ্য করে বলেন, আমরা সবাই নিজ নিজ ধর্মের উপর বিশ্বাস স্থাপন করে চলবো।

আপনাদের সন্তানদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন , আপনাদের ছেলেমেয়েদের বাল্যবিয়ে দেওয়া থেকে বিরত থাকবেন।

মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সেবনকারীর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং তাদের তথ্য গোপনে ইউনিয়ন পরিষদ আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করবেন।

কোন ব্যক্তি চুরি ডাকাতি ও অন্যান্য সামাজিক ব্যাধির সাথে জড়িয়ে থাকার প্রমাণ পাওয়া গেলে বেআইনিভাবে নিজ হাতে ব্যবস্থা না নিয়ে অত্র গ্রাম আদালতে আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট হস্তান্তর করবেন।

অত্র ইউনিয়ন পরিষদের সকল প্রকার ট্যক্স ও ফিস যথাসময়ে পরিশোধ করে ইউনিয়ন উন্নয়নে অংশীদার হউন।
অত্র ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে তাদেরকে আইনানুগ দায়িত্ব পালনে সহযোগিতা করুন। সবাইকে করোনার মহামারীর থেকে বেচে থাকার জন্য সতর্ক করার সাথে সাথেই করোনার টিকা গ্রহন,মাক্স পরিধান,স্বাস্থ্যবিধি মেনে চলে সুস্থ্য থাকার আহবান জানান।
পরিশেষে নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদেরকে এলাকাবাসীর পক্ষথেকে ফুল দিয়ে সম্মান জানিয়ে সভার সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *