
মোঃ ফরিদুল ইসলাম।
ভোলায় যুবলীগ কর্তৃক ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করেছেন সাবেক ছাত্রলীগ সভাপতি বর্তমান যুবলীগ জেলা সভাপতি পদপ্রার্থী মোস্তাক আহমেদ শাহীন , তুহিন মোল্লা,ফয়সাল রহমান বাবু, অ্যাডভোকেট গিয়াসউদ্দিন ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা।১৯৫২ সালের এই দিনে মায়ের ভাষাকে রক্ষা করতে গিয়ে জীবন উৎসর্গকারী ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোলার কেন্দ্রীয শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় জেলা যুবলীগ নেতা মোস্তাক আহমেদ শাহিন বলেন, আমাদের মাতৃভাষা বাংলা, এই ভাষাকে নিয়ে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। ১৯৫২ সালে বুকের তাজা রক্ত দিয়ে সালাম, সফিক, বরকত, জব্বার, রফিক যে ইতিহাস রচনা করেছেন, সেটিই হয়ে উঠেছে বাঙালির অধিকার আদায়ের, মাথা নত না করার চির প্রেরণা।
তিনি আরও বলেন, তাই একুশে ফেব্রুয়ারি শুধু একটি দিন নয়, বাঙালি জাতির আবেগ, ভালোবাসা, আত্মপরিচয়ের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাওয়া এক প্রেরণার উৎস। আমরা শ্রদ্ধাবনতচিত্তে ভাষা আন্দোলনের জানা-অজানা সব শহীদকে গভীরভাবে স্মরণ করি।