
মোঃ জিয়া, ভোলা প্রতিনিধিঃ
ভোলা দৌলতখান দিদার উল্যহ জমি নিয়ে দখলের চেষ্টায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
মৌজার পি, এস ৬২৮/৬২৯/৬৩০/৬৩১ মোট চারটি খতিয়ানের তথা এস ,এ২৯/১০২৪নং খতিয়ানের ভূমি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে ।
ঘটনা সুত্রে জানা যায়, আলাউদ্দিন গংরা তার পিতা মৃত আবুল কাশেম খরিদকৃত জমি থেকে পাওনা সূত্রে মালিক হয়ে এই জমি দীর্ঘদিন যাবৎ চাষাবাদ করার পরে উক্ত জমিতে বর্তমানে তারা একটি ঘর উত্তোলন করতে গেলে তাদের প্রতিবেশী শাহজাহান ও সাহেব আলী হাওলাদার গংরা জমি দাবি করে বাধা প্রদান করলে তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।
মোঃ আলাউদ্দীন জানান, আমার পিতা আবুল কাশেম নিলাম খরিদ মূলে ৬.২৮ একর ভূমির মালিক হন। আমার পিতার বিক্রি করা জমি বাদ দিয়ে বাকি জমিতে আমরা দীর্ঘদিন যাবৎ দখলে আছি। আমাদের জমিতে আমরা ঘর উত্তোলন করতে গেলে আমাদের পার্শ্ববর্তী শাহজাহান ও সাহেব আলী হাওলাদার গঙ্গা বাধা প্রদান করে আমাদের জমি দাবি করে।আমাদেরকে মেরে ফেলার হুমকি প্রদান করে।
শাজাহান ও সাহেব আলী হাওলাদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে তাদেরকে পাওয়া যায়নি।
দৌলতখান থানার ওসি বজলার রহমান জানান, ওই সংঘর্ষে থানায় মামলা হয়েছে। আমরা একজনকে আটক করে চালান দিয়েছি।