এনজিও সংস্থার কিস্তির চাপে রামগড়ে কৃষকের আত্মহত্যা

মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড়ে এনজিও এর টাকা পরিশোধের চাপ সামলাতে না পেরে মোঃ ইসমাইল হোসেন নামে এক কৃষকের আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১৪আগস্ট)মধ্য রাত কিংবা সকালের দিকে উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের সোনারখীল নামক এলাকায় এ ঘটনা ঘটে।রামগড় থানার উপ-পরিদর্শক এস আই জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মোহাম্মদ ইসমাইল ২নং পাতাছড়া ইউপির মোহাম্মদ মোহাম্মদ ইদ্রিসের ছেলে।তিনি এক ছেলে এবং এক মেয়ের জনক।
স্থানীয় ইউপি সদস্য আমান উল্লাহ জানান, পেশায় কৃষক ইসমাইল অভাব অনটনের জন্য এনজিও থেকে এবং কিছু দাদন ব্যবসায়ী থেকে ঋণ নেয়।সেই টাকা পরিশোধ করতে না পেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
নিহতের স্ত্রী সলেমা বেগম বলেন, ‘আমার স্বামী আর্থিক অনটনের কারণে কিছু দাদন ব্যবসায়ী এবং এনজিও থেকে টাকা ধার নেন।এনজিও ককর্মীরা এবং পাওনাদার এসে আমার স্বামীকে টাকার জন্য চাপ দিতে শুরু করে এবং বাড়িতে চেঁচামেচি করে। এ ঘটনাগুলোতে আমার স্বামী মানসিকভাবে ভেঙে পড়েন।মানসিক চাপ সামলাতে না পেরে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেন।
রামগড় থানার পরিদর্শক কাজী মোহাম্মদ জাকারিয়া জানান,সোমবার সকালে ইসমাইল নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর আসে। পরে আমারা ঘটনাস্থলে গিয়ে গলায় রশি পেঁচানো অবস্থায় ইসমাইলের লাশ উদ্ধার করি।লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদরের মর্গে পাঠানো হয়েছে।এ নিয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *