খোলা চিঠি

খোলা চিঠি


মাননীয় মেয়র মহোদয় আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় মেয়র মহোদয় আপনি বোরহানউদ্দিন পৌরসভার জনগণের ভোটের মাধ্যমে তিন তিনবারের নির্বাচিত একজন সফল মেয়র। বোরহানউদ্দিন পৌরসভার সকল ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দলমত নির্বিশেষে আপনার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা এবং গ্রহনযোগ্যতা।আপনি যেমন দায়িত্ব নেয়ার পর বোরহানউদ্দিন পৌরসভাকে নিজের পরিবারের মত করে সকল নাগরিকদের দায়িত্ব নিয়েছেন এবং বোরহানউদ্দিন পৌরসভাকে একটি অত্যাধুনিক, স্বপ্নের মডেল পৌরসভায় রুপান্তর করেছেন, ঠিক তেমনি ভাবে বোরহানউদ্দিন পৌরসভার জনগণের মনে তাদের যোগ্য অভিভাবক হিসেবে জায়গা করে নিয়েছেন। বোরহানউদ্দিন পৌরসভার সর্বস্তরের জনগণ যে কোনো প্রয়োজনে আপনার কাছে ছুটে যায় বিনিময়ে আপনার কাছ থেকে তাদের হতাশ কিংবা নিরাশ হয়ে ফিরে আসতে হয় না।
মাননীয় মেয়র মহোদয়, আপনি কতটা অবগত আছেন জানি না। তবে সাধারণ জনগণের পক্ষে আপনার দৃষ্টি আকর্ষণ করে বিনীত অনুরোধ করছি আপনি নিজে বোরহানউদ্দিন পৌর শহরটা পরিদর্শন করুন। অর্থাৎ বোরহানউদ্দিন উত্তর বাসস্ট্যান্ড হইতে থানার মোর হয়ে হসপিটালের সামনে পর্যন্ত এবং থানার সামনে হইতে উপজেলা পর্যন্ত। বোরহানউদ্দিন বাজারের ব্রিজ হইতে চৌরাস্তা হয়ে থানার গেটের সামনে পর্যন্ত এ যেন ঢাকার যাত্রাবাড়ী কিংবা সদরঘাটের জ্যাম। যত্রতত্র অব্যবস্থাপনা ও মনগড়া রাস্তার উপর গাড়ি পার্কিং-এ জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।
মাননীয় মেয়র মহোদয়, আপনার সাজানো শহরের সুনাম ম্লান হয়ে যায় এবং রাস্তার দুপাশে জনগণের চলাচলের জন্য সৌন্দর্য বর্ধিত ড্রেনেজ ব্যবস্থা চাপা পড়ে যায় সামান্য কিছু অব্যবস্থাপনায়।সাধারণ জনগণ ও বাজার ব্যবসায়ীদের পক্ষে অতিদ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করে জন দুর্ভোগ লাঘবের জন্য বিনয়ী অনুরোধ করছি।
সৌজন্যেঃ- বোরহানউদ্দিন পৌরসভার সাধারণ জনগণের পক্ষে মোঃ সোহেল হাওলাদার।
পৌর ৩ নং ওয়ার্ড, বোরহানউদ্দিন পৌরসভা,ভোলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *