ঝালকাঠির কাঠালিয়ায় খুনি সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত”দেখার কেউ নেই

ঝালকাঠির কাঠালিয়ায় খুনি সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত”দেখার কেউ নেই


স্টাফ রিপোর্টার আলমগীর হোসেনঃ


ঝালকাঠি জেলার কাঠালিয়া ছোট্ট একটি উপজেলা কিন্তু সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণে দিনে দিনে বেড়ে চলেছে চুরি, ডাকাতি, খুন, জখম, ইভটিজিংশালীস সিন্টিকেট সহ বিভিন্ন অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে কাঠালিয়া দেখার কেহ নাই বলে অভিযোগ উঠেছে জনগণের মুখে।

পূর্বে কাঠালিয়া সদরে মামুনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,ছৈলার চড় ও আওড়াবুনিয়ায় অটোচালককে খুন, আমুয়া আগুন, জমিজমা নিয়ে কৃষককে পিটিয়ে হত্যা, চেচরিতে এক স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা,সু কৌশলে বাল্য বিবাহ,এক রাতে ৬ টি গরু চুরি ও বিণাপানিতে নান্না মুনসির বাড়িতে ডাকাতি,নিরব চাদা বাজি, বিভিন্ন শিক্ষা প্রতিস্ঠানে নিয়োগ বানিজ্য,ভোক্তা অধিকার আইন লংগন,মাদক বানিজ্য,এছাড়াও অগণিত অপরাধের অভয়ারন্যে পরিনত হয়েছে কাঠালিয়া।

উল্লেখ্য বিষয়ে কাঠালিয়া উপজেলার জনসাধারণের বলেন আমরা কাঠালিয়া উপজেলার জনগণ বর্তমানে আতঙ্কে জীবন-যাপন করে আসছি। কেননা থানা পুলিশঅক্লান্তচেস্টা করেও কোনো নিরাপত্তা দিতে পারছেন না। পূর্বের চেয়ে এখন চুরি-ডাকাতি ক্রমশ বেড়েই চলছে। তাই ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আকুল আবেদন যে আমাদের কাঠালিয়ার আইন-শৃঙ্খলা বাহিনী একটু সুদৃষ্টি দেয় এবং চুরি-ডাকাতিও অপরাধ থেকে যাতে আমরা রক্ষা পেতে পারি এটাই আমাদের কাম্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *