দৌলতখান জায়গা জমি বিরোধী যের ধরে বাড়ি ঘরে হামলা’র অভিযোগ

দৌলতখান জায়গা জমি বিরোধী যের ধরে বাড়ি ঘরে হামলা’র অভিযোগ

মোঃ ফরিদুল ইসলাম।

দৌলতখান উপজেলাধীন দক্ষিণ জয়নগর ইউনিয়ন ২নং ওয়ার্ড পন্ডিতবাড়ি ফখরুদ্দিনের সাথে জায়গা জমি কেন্দ্র করে নুরুল আমিন ওরফে কালুর ছেলে বাসেদের স্ত্রী বেগমকে দিয়ে নুরুল আমিনের বাড়ি ঘরে হামলা ও নিজের মুরগি মেরে, মিথ্যা মামলা, হামলা হুমকির অভিযোগ করেন ভুক্তভোগী ফখরুদ্দিন।

এই ঘটনার ব্যাপারে জানা যায় গত ১০/১/২০২৩ইং তারিখে বিকাল ৩ টার সময় নুরুল আমিনের পুত্রবধু বেগমকে দিয়ে এই ঘটনা ঘটিয়ে ফখরুদ্দিনের উপর ব্যাপক চাপ সৃষ্টি দিয়ে আসছে বলে জানান স্থানীয়রা।
তাৎক্ষণিক এ ঘটনার সময় দক্ষিণ জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান বাচ্চু বেগমের কাছ থেকে ঘটনাটি শুনে, ভুক্তভোগী ফখরুদ্দিনের কোন কথা না শুনে মুরগি মেরে ফেলছে বলে মিথ্যা অপবাদ দিয়ে ১ হাজার টাকা জরিমানা করে বেগমকে দেন।

এখন আবার বিভিন্নভাবে ফখরুদ্দিন কে মিথ্যা মামলা, হামলা, দেওয়ার পায়তারা তারা চালিয়ে আসছে নুরুল আলামিন ও তার ছেলে বাসেদের স্ত্রী বেগম সহ আরও কয়েকজন। এ ব্যাপারে ফখরুদ্দিনের কোথাও বিচার না পেয়ে দৌলতখান থানা মামলা করতে গেলে অফিসার ইনচার্জ ফখরুদ্দিন কে বলেন চেয়ারম্যান বিচার কি করে সেটা দেখেন? বিচার না করলে পরে থানায় আইসেন আমরা ব্যবস্থা নিব।

ফখরুদ্দিন আরও জান আমি ও আমার পরিবার সকালে চরণ নুরুল আমিন ওরফে কালু, বাসেদ, বেগম সহ আরও কয়েকজন মিথ্যা, মামলা, হামলা ও হুমকি-ধামকির মধ্যে রয়েছে বলে তিনি জানান। ভুক্তভোগী আরও বলেন আমি সঠিক বিচার দাবি ও প্রশাসনের হস্তক্ষে কামনা করেছি।

এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে বাসেদ বলেন ফখরুদ্দিন আমার চাচা তিনি একটি আমার ঘরের সাথে খোলা বাথরুম করেছে এবং সামান্য কিছু জমি নিয়ে ঝরগা গুলা সৃষ্টি হচ্ছে এবং মুরগি আমার চাচি মেরে ফেলছে আমাদের ইউনিয়নের তাৎক্ষণিক চেয়ারম্যান আমাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় মুরগির ১ হাজার টাকা আমার চাচা জরিমানা করেছে সেই টাকা আমার স্ত্রীকে দিয়ে সমাধান করেছে চেয়ারম্যান এখন আমার চাচি বাড়াবাড়ি করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *