
দৌলতখান প্রতিনিধি।
দৌলতখান উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন করা হয়েছে, সভাপতি কাজী জামাল, সাধারণ সম্পাদক রিয়াজুস সালেকিন বাদশা, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতা হোক ঐক্যবদ্ধ। এই স্লোগানকে সামনে রেখে দৌলতখান রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটি গঠন করা হয়েছে। দৌলতখান উপজেলার এক ঝাঁক নবীন ও প্রবীণ সাংবাদিকদের সমন্বয়ে ৯ই এপ্রিল মঙ্গলবার বিকেলে দৌলতখান রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আলোচনা শেষে দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়। উপস্থিত সাংবাদিকদের সম্মতিক্রমে শীর্ষ নিউজ জেলা প্রতিনিধি ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি কাজী জামালকে সভাপতি , ৭১ বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক আজকের প্রভাতের বিশেষ প্রতিনিধি রিয়াজুস সালেকিন বাদশাকে সাধারণ সম্পাদক, আপডেট ভোলা ২৪ জেলা প্রতিনিধি ও দৈনিক দখিনের মুখ দৌলতখান প্রতিনিধি আবু রায়হানকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।