দৌলতখানে রিপোর্টার ইউনিটির কমিটি গঠন,সভাপতি কাজী জামাল,সাধারন সম্পাদক রিয়াজুস সালেকিন বাদশা

দৌলতখান প্রতিনিধি।

দৌলতখান উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন করা হয়েছে, সভাপতি কাজী জামাল, সাধারণ সম্পাদক রিয়াজুস সালেকিন বাদশা, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতা হোক ঐক্যবদ্ধ। এই স্লোগানকে সামনে রেখে দৌলতখান রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটি গঠন করা হয়েছে। দৌলতখান উপজেলার এক ঝাঁক নবীন ও প্রবীণ সাংবাদিকদের সমন্বয়ে ৯ই এপ্রিল মঙ্গলবার বিকেলে দৌলতখান রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আলোচনা শেষে দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়। উপস্থিত সাংবাদিকদের সম্মতিক্রমে শীর্ষ নিউজ জেলা প্রতিনিধি ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি কাজী জামালকে সভাপতি , ৭১ বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক আজকের প্রভাতের বিশেষ প্রতিনিধি রিয়াজুস সালেকিন বাদশাকে সাধারণ সম্পাদক, আপডেট ভোলা ২৪ জেলা প্রতিনিধি ও দৈনিক দখিনের মুখ দৌলতখান প্রতিনিধি আবু রায়হানকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *