ধুনটে মহিলাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুঞ্জুরুল হক, ধুনট (বগুড়া)প্রতিনিধি।

বগুড়ার ধুনটে একাধিক মাদক মামলার আসামী এক নারী মাদক ব্যবসায়ীসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।১১ সেপ্টেম্বর সোমবার দুপুরে ধুনট সদরপাড়া এলাকা থেকে তাদেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, ধুনট সদরপাড়া এলাকার মৃত সিরাজ মন্ডলের স্ত্রী একাধিক মামলার আসামি বুলবুলি বেওয়া (৫০) ও কাজিপুর উপজেলার শিমুল দাহির গ্রামের মৃত মাহফুজুর রহমানের ছেলে আব্দুল মোত্তালেব (৩৫)।

ধুনট থানার এসআই শহিদুল ইসলাম জানান, সোমবার দুপুরে ধুনট বাজারে জিরোপয়েন্ট এলাকায় অবস্থান করছিলাম। এমন সময় সদরপাড়া এলাকায় দুইজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রি করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। তৎক্ষনাত সেখানে অভিযানে যাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় দুইজনকে আটক করি। এ সময় বুলবুলির কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা এবং আব্দুল মোত্তালেবের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বুলবুলি বিরুদ্ধে মাদক সংক্রান্ত ৯টি মামলা রয়েছে। সোমবার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়োন্ত্রন আইনের আওতায় মামলা দায়ের পর বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *