নতুন সিইসি হাবিবুল আউয়াল

নতুন সিইসি হাবিবুল আউয়াল

ডেক্স রিপোর্টঃ

মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আগামী পাঁচ বছরের জন্য কাজী হাবিবুল আউয়ালকে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিয়োগ দিয়েছেন। শনিবার,২৬ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে এ তথ্য নতুন সিইসি হাবিবুল আউয়াল।জানানো হয়।৬৬ বছর বয়সী হাবিবুল আউয়াল পাঁচ বছর আগে সরকারি চাকরি থেকে অবসর নেন। এরপর ব্র্যাক ইউনিভার্সিটিতে আইন বিভাগে শিক্ষকতা করছিলেন তিনি। হাবিবুল আউয়ালের পৈত্রিক ভিটা চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে হলেও তার জন্ম কুমিল্লায়,বাবার চাকরি সূত্রে।হাবিবুল আউয়ালের বাবা কাজী আবদুল আউয়াল কারা বিভাগের কর্মকর্তা ছিলেন। ১৯৭৫ সালের নভেম্বর মাসে জেলখানায় জাতীয় চার নেতা হত্যা মামলার বাদী ছিলেন,তৎকালীন কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) আবদুল আউয়াল।নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার শুরু থেকেই আলোচনার শীর্ষে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক এই সিনিয়র সচিব।বিসিএস ১৯৮১ ব্যাচের এই কর্মকর্তা কর্মজীবন শুরু করেন জেলা মুন্সেফ হিসেবে। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্বপালন করেন। সিইসি’র দায়িত্ব পাওয়া কাজী হাবিবুল আউয়াল সর্বশেষ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ছিলেন।জানা যায়,তাঁর নাম প্রস্তাব করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ আরও অনেকে।একজন দক্ষ,মেধাবী কর্মকর্তা হিসেবে পরিচিত বিচার বিভাগের কর্মকর্তা হাবিবুল আউয়াল আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে স্বল্প সময়ের জন্য সচিব ছিলেন। সেখান থেকে তাকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় প্রথমে তিনি ধর্ম-সচিব হন,এরপর প্রতিরক্ষাসচিব হিসেবে প্রেষণে নিয়োগ পান। ২০১৪ সালের ১৮ই জুন তাঁর চাকরির মেয়াদ এক বছর বাড়ানো হয়।২০১৫ সালের ১৭ই জানুয়ারি অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা ছিল হাবিবুল আউয়ালের কিন্তু ২০১৫ সালের ২১ই জানুয়ারি তা বাতিল করা হয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে এক বছরের চুক্তিতে তাকে নিয়োগ দেয়া হয়। পরে সেই চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। এর পর তিনি অবসরে যান ২০১৭ সালে।তিন মেয়ের জনক হাবিবুল আউয়ালের স্ত্রীর নাম সাহানা আক্তার খানম। তার আত্মজীবনী মূলক একাধিক গ্রন্থও প্রকাশিত হয়েছে।

দেশের ত্রয়োদশ নির্বাচন কমিশনার(সিইসি)অবসর প্রাপ্ত সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল।

মোঃ ফরিদ উদ্দিন ভ্র্যাম্যমান প্রতিনিধি, ভোলা।

মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আগামী পাঁচ বছরের জন্য কাজী হাবিবুল আউয়ালকে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিয়োগ দিয়েছেন।

শনিবার,২৬ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে এ তথ্য নতুন সিইসি হাবিবুল আউয়াল।জানানো হয়।৬৬ বছর বয়সী হাবিবুল আউয়াল পাঁচ বছর আগে সরকারি চাকরি থেকে অবসর নেন।

এরপর ব্র্যাক ইউনিভার্সিটিতে আইন বিভাগে শিক্ষকতা করছিলেন তিনি। হাবিবুল আউয়ালের পৈত্রিক ভিটা চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে হলেও তার জন্ম ১৯৫৬ সালের ২১ জানুয়ারী কুমিল্লায়,বাবার চাকরি সূত্রে।

১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও ১৯৭৮ সালে এলএলএম ডিগ্রী অর্জন করেন।১৯৮০ সালে ঢাকা বার কাউন্সিলের সনদ পেয়ে একই সালে ঢাকা জেলা বার এসোসিয়েশনের সদস্য পদ লাভ করেন।

হাবিবুল আউয়ালের বাবা কাজী আবদুল আউয়াল কারা বিভাগের কর্মকর্তা ছিলেন। ১৯৭৫ সালের নভেম্বর মাসে জেলখানায় জাতীয় চার নেতা হত্যা মামলার বাদী ছিলেন,তৎকালীন কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) আবদুল আউয়াল।

নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার শুরু থেকেই আলোচনার শীর্ষে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক এই সিনিয়র সচিব।

বিসিএস ১৯৮১ ব্যাচের এই কর্মকর্তা কর্মজীবন শুরু করেন জেলা মুন্সেফ হিসেবে।

দীর্ঘ কর্মজীবনে তিনি সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্বপালন করেন। সিইসি’র দায়িত্ব পাওয়া কাজী হাবিবুল আউয়াল সর্বশেষ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

জানা যায়,তাঁর নাম প্রস্তাব করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ আরও অনেকে।

একজন দক্ষ,মেধাবী কর্মকর্তা হিসেবে পরিচিত বিচার বিভাগের কর্মকর্তা হাবিবুল আউয়াল আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে স্বল্প সময়ের জন্য সচিব ছিলেন।

সেখান থেকে তাকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় প্রথমে তিনি ধর্ম-সচিব হন,এরপর প্রতিরক্ষাসচিব হিসেবে প্রেষণে নিয়োগ পান। ২০১৪ সালের ১৮ই জুন তাঁর চাকরির মেয়াদ এক বছর বাড়ানো হয়।

২০১৫ সালের ১৭ই জানুয়ারি অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা ছিল হাবিবুল আউয়ালের কিন্তু ২০১৫ সালের ২১ই জানুয়ারি তা বাতিল করা হয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে এক বছরের চুক্তিতে তাকে নিয়োগ দেয়া হয়।

পরে সেই চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। এর পর তিনি অবসরে যান ২০১৭ সালে।

তিন মেয়ের জনক হাবিবুল আউয়ালের স্ত্রীর নাম সাহানা আক্তার খানম। তার আত্মজীবনী মূলক একাধিক গ্রন্থও প্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *