বোরহানউদ্দিন পক্ষিয়া ৩ নং ওয়ার্ডে জমি দখলের জেরধরে গৃহবধূ আকলিমার উপর হামলা

বোরহানউদ্দিন প্রতিনিধি।

ভোলা বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের ফরাজী বাড়ির রিয়াজ ফরাজী(৩৬) পিতা আলম ফরাজী,ও আলম ফরাজী(৫৫)এর বিরুদ্ধে বিগত ১১ইং তারিখ রোজ রবিবার দুপুরে,অসহায় আওয়ামী পরিবারের জমি দখলের অপচেষ্টা সহ আকলিমা কে শ্লীলতাহানী ও ধর্ষনের চেষ্টার তীব্র অভিযোগ যাহার ভিডিও ফুটেজ বিদ্যমান।

দলিল মুলে জমির মালিক দীর্ঘ ৮০ বছর যাবত জমি ভোগ দখলে আছে।নুরুদ্দীনের বউ আকলিমা(২৫) তাদের জমিতে গেলে রিয়াজ ফরাজীর বাবা আলম ফরাজি মহিলাকে লাঠির আঘাত করে।গলাটিপে ধরে জখম করে চলে যায়।কিছুক্ষণ পরে রিয়াজ ফরাজী সেখানে গিয়ে আকলিমা কে একা পেয়ে শাড়ি খুলে ফেলে শ্লীলহানী ও ধর্ষনের উদ্দেশ্যে।যাতে করে তারা আর ওই গ্রামে মুখ দেখাতে না পারে এবং বাড়ি ঘর জায়গা জমি ছেড়ে পালিয়ে যায়।
আকলিমা আহত এবং জখম অবস্থায় বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি হয়।নুরুদ্দীন ওর তার বউ আকলিমা এই কুকর্মের সাজা দাবি করে স্থানীয় প্রশাসন এবং এমপি মহোদয়ের কাছে। আকলিমা বোরহানউদ্দিন থানায় মামলা করবে বলে জানায়।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় অত্র এলাকায় থমথমে অবস্থা বিরাজমান।এক সময়ের বিএনপি’র ক্যাডার রিয়াজ ফরাজীর খুটির জোর কোথায় তা খতিয়ে দেখার প্রয়োজন বলে মনে করেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *