
বোরহানউদ্দিন,প্রতিনিধিঃ
বোরহানউদ্দিন বাজারে ভিক্ষা করে চলে তার সংসার। পুরাতন খেওয়াঘাট এলাকায় ভাড়া বাসায় তার বসবাস। স্বামী নেই। নাম ঝর্না (৩২) ও তার ছেলে হোসাইন (৫) কে লোহার হাতুর দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পুরাতন খেওয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। উল্লেখিত ঝর্ণা ও তার ছেলেকে পিটিয়ে আহত করে পৌর ৭ নং ওয়ার্ডের খালেকের ছেলে কবির (৩০)। কবির অটো রিক্সা চালক। তারা অটো রিক্সার হাতুর দিয়ে খেলাধুলা করেন ওই শিশুটি। লোহার হাতুর দিয়ে খেলাধুলা করায় প্রথমে শিশুটিকে ওই হাতুর দিয়ে আঘাত করেন রিক্সা চালক কবির। ছেলেকে উদ্ধার করতে গিয়ে হাতুরের আঘাতে ঝর্ণাও আহত হয়। তবে ঝর্ণা ৮ মাসের অন্তঃসত্ত্বা। হাতুরের আঘাতে গুরুতর আহত হয়ে কাতরাচ্ছে এতিম অন্তঃসত্ত্বা ঝর্ণা ও তার ছেলে।
তবে ঝর্ণা খারাপ কাজ করলেও বর্তমানে ভিক্ষা করে চলে তার সংসার। মা ও বাবাসহ কোন স্বজন না থাকায় ঝর্ণা কি বিচার পাবে?