
বিশেষ প্রতিনিধিঃ
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়ন ভূমি কর্মকর্তার যোগসাজশে সরকারি গাছ লুটপাটের অভিযোগ এবং এর সত্যতা পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে সরেজমিন পরিদর্শন এবং ঘটনার অনুসন্ধানের পর বেরিয়ে আসে বর্তমান ভূমি কর্মকর্তা আঃ শহিদের সরকারি সম্পদ লুটপাট ও আর্থিক উৎকোচের বিনিময়ে ডিসিআরের জমিতে বিল্ডিং নির্মাণের অলিখিত অনুমতি এবং পরোক্ষভাবে সহায়তার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার ব্যাপক অভিযোগ। এ ব্যাপারে ভূমি কর্মকর্তা আঃ শহিদের সাথে আলাপকালে তিনি জানান গাছগুলো কাটার সময় আমি বাঁধা প্রদান করি। উল্টো তিনি গণমাধ্যম কর্মী মোঃ সোহেল হাওলাদার কে প্রশ্ন করেন গাছগুলো নিলো কিভাবে! গাছের অনুসন্ধান শেষে গাছগুলো রানীগঞ্জ বাজারের উত্তর মাথায় রিপন মীরের গাছ ভাঙ্গার মিলে সনাক্ত করে পূনরায় ভূমি কর্মকর্তার কাছে তাহার অফিসের মাত্র ৫০/৬০ মিটার দূরত্বের সরকারি গাছ কাটা এবং তার সামনে দিয়ে বাঁধা দেয়া গাছ নিয়ে যাওয়ার পরও তিনি নিশ্চুপ এবং প্রশাসন কে অবহিত করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি কোন উত্তর দিতে পারেননি। বাঁধা দেয়ার পরও সরকারি গাছ ছমিলে আনার প্রক্রিয়া এবং আইনগত বিষয়ে মিল মালিক কে প্রশ্ন করা হলে তিনি জানান যে, তহশিলদার শহিদ স্যারের অনুমতি সাপেক্ষেই গাছগুলো মিলে আনা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ভূমি কর্মকর্তার কাছের একজন জানান যে রাতে ভূমি কর্মকর্তার সাথে ১২,০০০/- টাকা রফার ভিত্তিতে তিনি মৌখিক ভাবে গাছ কাটা এবং গাছগুলো নেয়ার অনুমতি দিয়েছেন। স্থানীয় সাধারণ জনতার সাথে আলাপকালে জানা যায় যে, নাম জারি,খতিয়ান, দাখিলা তুলতে সরকার নির্ধারিত ফির কয়েক গুন বেশি টাকা হাতিয়ে নেয়া, সরকারি আইনবহির্ভূত ভাবে ডিসিআরের সরকারি জমিতে বিল্ডিং নির্মাণের অলিখিত অনুমতি, সরকারি খাল কিংবা খাস জমিতে বিল্ডিং নির্মাণের অনুমতি, সরকারি গাছ, সরকারি পুকুরের মাছ লুটপাট সহ নানান অনিয়মের শিকার সাধারণ ভুক্তভোগী রাষ্ট্র ও রাষ্ট্রের জনগণ। তারা আরও জানান যে সরকারি পদবীর অপব্যবহার করে স্থানীয় কিছু প্রভাবশালী মহলের সমন্বয়ে তিনি গড়ে তুলেছেন বিশেষ এক লুটেরা সিন্ডিকেট এবং বিভিন্ন সেক্টরে রয়েছে বিশেষ লুটেরার দল। সরকারি গাছ লুটপাট গ্রুপের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য (১) গিয়াসউদ্দিন চৌকিদার। (২) আঃ মালেক মেয়ানুদ্দি।( ৩) মোঃ জাহিদ। সাং কুতুবা ৬ নং ওয়ার্ড।( ৪) মোঃ হারুন। সাং পক্ষিয়া ৮ নং ওয়ার্ড সহ অনেক সদস্য এবং রানীগঞ্জ বাজারের একাধিক গাছ ভাঙ্গার মিল মালিক। গণমাধ্যম কর্মীদের মাধ্যমে মাননীয় উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা ভূমি কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে রাষ্ট্র বিরোধী অসাধু কর্মকর্তা সহ জড়িত সকল সদস্য কে আইনের আওতায় এনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সাধারণ জনগণ জোর দাবি জানান।