ভোলা ডিজিটাল প্রেসক্লাব সংস্থা’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আশিকুর রহমান শান্ত,ভোলা প্রতিনিধি।

পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোলা ডিজিটাল প্রেসক্লাব সংস্থা’র আয়োজনে গণমাধ্যম ও মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) ভোলা সদর উপজেলার উপ-শহর বাংলা বাজার একটি চাইনিজ রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজকের দেশবানী পত্রিকার সম্পাদক, এম এম সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব) ভোলা এর এএসপি মোঃ জামালউদ্দিন, লেপ্টেনেন্ট কমান্ডার মোঃ সালাউদ্দিন রশিদ তানবির, ইনস্পেক্টর এ্যাডমিন হেমায়েত উদ্দিন।
পুলিশ পরিদর্শক মোঃ ইকবাল হোসেন, বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্র এর ইনচার্জ মোঃ মোস্তফা মনির।

দৈনিক জনপথের খবর পত্রিকার সম্পাদক মোঃ আলগমীর হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন দৈনিক আমার সময় এর ভোলা প্রতিনিধি আশিকুর রহমান শান্ত, দৈনিক ভোলার বানীর স্টাফ রিপোর্টার এইচ এম এরশাদ, দৈনিক সংবাদ সকাল এর স্টাফ রিপোর্টার মিলি সিকদার, সাংবাদিক শিলা,
রাফশান জানি, দৈনিক ভোলা টাইমস এর স্টাফ রিপোর্টার বাবুল রানা, সাংবাদিক মোঃ সোহেল, মোঃ মাসুম, মানবাধিকার কর্মী ইয়াসমিন ও নাছিমা বেগম সহ প্রায় দুই শতাধিক সাংবাদিক, মানবাধিকার কর্মী ও স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্ধ।

অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন কমর উদ্দিন হাফিজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আব্দুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *