ভোলা বাংলাবাজারে কৃষি অফিসের সরকারি জমি দখল করে বিল্ডিং নির্মাণের অভিযোগ

ভোলা বাংলাবাজারে কৃষি অফিসের সরকারি জমি দখল করে বিল্ডিং নির্মাণের অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ আজকের দেশবানী।

ভোলার উপশহর বাংলাবাজারে কৃষি অফিসের সহকারী ৪শতাংশ জমি দখল করে মাকসুদের বিরিদ্ধে বিল্ডিং তৈরি করার অভিযোগ পাওয়াগেছে।
স্থানীয় বাজার ব্যবসায়ীরা অভিযোগ করে জানান, উক্ত জমির ক্রয়সুত্রে মালিক মোঃ শামিম,কবির,কাজল মেম্বার ও রবিউল হাজী তারা কৃষি অফিসের সরকারী জমি বিধায় দখল ছেড়ে দেয়।
ইদানিং ঢাকায় থাকা কথিত মাকছুদ মানের এক ব্যক্তি কৃষি অফিসের সরকারী ৪ শতাংশ জমি দখল করে বিল্ডিং নির্মান করার চেষ্টা করে।
দৌলতখান উপজেলার কৃষি অফিসের কর্মচারী বাবুল জানান,মাকছুদ যেই জমি দখল করেছে সেই জমি পুরোটাই সরকারী এবং তার প্রমানাধী কাগজ পত্র রয়েছে।
এর আগে মাকছুদ এই জমি দাবী করে আদালতে মামলা করেছে। তার করা মামলায় মাকছুদ হেরে যাওয়ার আশংকায় সে নিজেই মামলা সেচ্ছায় তুলে নেয়।
এখন সে কিভাবে সরকারী জমি দখল করে বিল্ডিং তৈরি করে তা আমি জানিনা।
দৌলতখান উপজেলার কৃষি কর্মকর্তা হুমায়রা ছিদ্দিকা জানান,এবিষয়ে আমি কিছুই জানিনা তবে নির্বাহী কর্মকর্তা কৃষি অফিসের সাথে সম্পৃক্ত রয়েছে সে হয়তো জানতে পারে,আর আমিও বিষয়টি দেখবো।
এবিষয়ে মাকছুদের বক্তব্য জানতে চাইলে তিনি জানান,ওই জমির ক্রয়সুত্রে মালিক আমি,দৌলতখান নির্বাহী কর্মকর্তা আমার কাগজ পত্র পর্যালোচনা করে আমাকে বিল্ডিং করার অনুমতি দিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য জানার জন্য তার ০১৭০৩৪৬৪৩২৬ এই মুঠো ফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিব করেনি।
এদিকে শামিম,কবির,কাজল মেম্বার ও রবিউল হাজী বলেন আমরা ক্রয়সুত্রে ওই জমির মালিক রয়েছি,সরকারী জমি বলে আমরা দখল ছেড়ে দেয়।
মাকছুদ সেই জমি দখল করলে আমরাও জমি দখল করার চেষ্টা করবো।
এলাকাবাসী জানান,সরকারী জমি মাকছুদের দখল করে বিল্ডিং তৈরি করাকে কেন্দ্র করে ভবিষ্যতে বড় ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটতে পারে আমরা সুস্থ্য সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *