ভোলা বাংলাবাজারে চাচা কর্তৃক সন্ত্রাসী হামলার স্বীকার হন ভাতিজা মামুন

ভোলা প্রতিনিধিঃ

ভোলা সদর উপজেলার দক্ষিন দিঘলদী ১নং ওয়ার্ডের শহিদুল্লাহ মাষ্টার বাড়ীর সন্ত্রাসী আবুল কালাম,পুর্ব শক্রতার জেরধরে তারই ভাতিজা মামুনের উপর সন্ত্রাসী হামলা করেন। গত ১৬ জুলাই ২০২৪ ইং সন্ধা আনুমানিক আট ঘটিকার সময় বাংলাবাজার রূপালী ব্যাংকের নিচে এ ঘটনা ঘটে। মামুনের বড় বোন জামাই নুরউদ্দিন জানান,আবুল কালাম আমার চাচা শশুর আমি তাদের সাথে আত্নীয়তা করার পর থেকেই দেখে আসছি এই আবুল কালাম আমার শশুরদের পরিবারের সাথে কারনে অকারনে বিরোধ করে আসছে। এসুবাধে মামুনকে বাংলাবাজার একা পেয়ে মেরে ফেলার চেষ্টায় তার উপর হামলা করে, এক পর্যায় মামুনের বাম পাশের কান কেটে দেয়। মামুনের দস্তা দস্তি ও চিৎকার শুনে বাজারের লোকজন দৌড়ে আসলে কালাম পালিয়ে যায়। বাজারের লোক মারফৎ আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে মামুনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করি। তিনি আরো জানান এ কালাম মামুনের স্ত্রীকে বিভিন্ন ভাবে ফুসলিয়ে তার বাপের বাড়ীতে পাঠিয়ে দেয় এবং মামুন ও মামুনের স্ত্রীর ইয়াসমিনের সাথে দন্ধ সৃষ্টি করে ইয়াসমিনের মাধ্যমে মামুনের বিরুদ্ধে আদালতে মামলা করান। আবুল কালামের একুচক্রের কথা মামুন যেনে যায়,একারনেই কালাম মামুনকে মেরে ফেলার চেষ্টা করেন। বাংলাবাজার ঘটনাস্থলের লোকজন জানান,কালাম যে ভাবে মামুনের উপর হামলা করা শুরু করেছে সময় মত লোকজন ঘটনাস্থলে না আসলে কালাম মেরেই ফেলতো মামুনকে। এবিষয়ে কালামের বক্তব্য জানার জন্য তার বাড়ীতে এবং বাজারে কোথাও তাকে খুজে পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী অসহায় ও নিরীহ মামুনদের পরিবার সন্ত্রাসী আবুল কালামের অত্যাচারের হাত থেকে বাচার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *